সিল্কসিটিনিউজ ডেস্ক:
নগরীর ষোলশহর এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রোববার সকাল ৭টার দিকে ষোলশহর পুলিশ ফাঁড়ির সামনে এ ঘটনা ঘটে।
ষোলশহর পুলিশ ফাঁড়ি সূত্র জানিয়েছে, সকাল ৭টার দিকে তিনজন পুলিশ ফাঁড়ির ভিতরে ছিল। এসময় দুটি বিকট শব্দ হয় বাইরে। কর্তব্যরত পুলিশ এসে দেখে ফাঁড়ির প্রায় ৫ হাত সামনের মাটি ককটেল বিস্ফোরণে কাল হয়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
ষোলশহর স্টেশন মাস্টার শাহাব উদ্দিন বাংলামেইলকে বলেন, ‘দুর্বৃত্তরা আতঙ্ক সৃষ্টি করে ট্রেন চলাচল বাধাগ্রস্থ করতে এই হামলা চালিয়েছে। তবে বিশ্ববিদ্যালয় শাটল ট্রেনসহ সব ট্রেন যথাসময়ে ছেড়ে গেছে।’
উল্লেখ্য, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দণ্ডাদেশের প্রতিবাদে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ প্রত্যেক পাবলিক বিশ্ববিদ্যালয়য়ে আজ (রোববার) থেকে ছাত্র ধর্মঘটের ডাক দেয়।
সূত্র: বাংলামেইল