সোমবার , ১৫ আগস্ট ২০১৬ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

শোক দিবসে জাতীয় প্রেসক্লাবে রক্তদান কর্মসূচি

Paris
আগস্ট ১৫, ২০১৬ ২:০৯ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে রক্তদান কর্মসূচির আয়োজন করেন সাংবাদিকেরা।

 

সোমবার জাতীয় প্রেসক্লাবসহ কয়েকটি সাংবাদিক সংগঠনের উদ্যোগে শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে প্রেসক্লাব ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়।

 

জাতীয় প্রেসক্লাবের পর বিএফইউজে, ডিইউজে, স্বাধীনতা সাংবাদিক পরিষদ, পটুয়াখালী জার্নালিস্ট ফোরামের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

 

শ্রদ্ধা নিবেদন শেষে ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধুর হাতে গড়া এ প্রেসক্লাবে বহু বছর পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার সৌভাগ্য হয়েছে। আমরা এর ধারা অব্যাহত রাখতে চাই।’

 

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেন, ‘জাতির জনকের নামে দেশে একটি মাত্র মেডিক্যাল বিশ্ববিদ্যালয়। আমরা এ দিনে রক্তদানের মাধ্যমে বঙ্গবন্ধুর রক্তের ঋণ কিছুটা হলেও শোধ করার চেষ্টা করছি।’

 

মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রতিবছর এ কর্মসূচির আয়োজন করা হবে বলেও জানান তিনি। রক্তদান কর্মসূচিতে ছিলেন প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম, বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. শরফুদ্দিন, বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী প্রমুখ।

 

 

সূত্র: রাইজিংবিডি

সর্বশেষ - জাতীয়