সোমবার , ১ নভেম্বর ২০২১ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

শিশুদের ফাইজারের টিকার অনুমতি দিলো যুক্তরাষ্ট্র

Paris
নভেম্বর ১, ২০২১ ৭:০৪ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্র ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য ফাইজারের করোনা টিকার অনুমোদন দিয়েছে। ২৮ মিলিয়ন তরুণকে দ্রুত টিকা দেয়ার লক্ষ্য নিয়েছে দেশটি। এর পদক্ষেপ হিসাবেই গত শুক্রবার এই অনুমোদন দেওয়া হলো। পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকির চেয়ে ইতিবাচক দিক বেশি এ ফলাফল বিবেচনা করে একটি উচ্চ পর্যায়ের মেডিকেল প্যানেল চলতি সপ্তাহে সরকারকে পরামর্শ দেওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হল।

দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসনের ভারপ্রাপ্ত প্রধান জ্যানেট উডকক এক বিবৃতিতে বলেছেন, ‘একজন মা এবং একজন চিকিৎসক হিসেবে আমি জানি যে পিতামাতা, যত্নশীলরা, স্কুলস্টাফ এবং শিশুরা এই অনুমোদনের অপেক্ষায় রয়েছে।’ ‘ছোট বাচ্চাদের কভিড-১৯ এর বিরুদ্ধে টিকা দেওয়ায় তারা আমাদের আরো বেশী কাছাকাছি আসবে এবং স্বাভাবিকতার অনুভূতি ফিরে আসবে।’ তিনি বলেন, ক্লিনিকাল সুপারিশের ব্যাপারে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের একটি প্যানেলের মঙ্গলবার আরো আলোচনার পরেই ভ্যাকসিন প্রদান শুরু করা উচিত।

ফাইজার এবং বায়োএনটেক চলতি সপ্তাহে ঘোষণা দিয়েছে যে, যুক্তরাষ্ট্র সরকার শিশুদের এমনকি ৫ বছরের কম বয়সের শিশুদের সুরক্ষায় আরো ৫০ মিলিয়ন ডোজ টিকা কিনেছে। চীন, চিলি, কিউবা এবং সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশে শিশুদের বিভিন্ন টিকাদানের অনুসরণে যুক্তরাষ্ট্রও এই সিদ্ধান্ত নিয়েছে।

ক্লিনিকাল পরীক্ষায় ২,০০০ এর বেশী শিশু অংশ নেয়, এতে দেখা যায় রোগ প্রতিরোধে এটি ৯০ শতাংশের বেশী কার্যকর। ৩,০০০ এর বেশী শিশুর ওপর টিকার নিরাপত্তা পর্যবেক্ষণ করে দেখা যায় এতে গুরুতর কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস

সর্বশেষ - আন্তর্জাতিক