শনিবার , ১৬ নভেম্বর ২০১৯ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

শিবগঞ্জে পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে মতবিনিময় সভা

Paris
নভেম্বর ১৬, ২০১৯ ৯:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখার লক্ষে স্থানীয় শিল্প ও বণিক সমিতি এবং পেঁয়াজ আড়তদার-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ।

জেলার পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলামের নির্দেশনায় শনিবার সন্ধ্যায় শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামীকাল রোববার সকাল থেকে পেঁয়াজের আড়তে অবস্থিত পেঁয়াজ নায্যমূল্যে বিক্রি করা হবে মর্মে আশ্বাস প্রদান করেন আড়তদার ও ব্যবসায়ীরা। একই সঙ্গে বাজার স্থিতিশীল ও নায্যমূল্যে পেঁয়াজ বিক্রির লক্ষে মাইকিং করে জনসচেতনতা বাড়ার প্রতিশ্রুতি দেন তারা।

এতে শিবগঞ্জ থানা পুলিশ এবং শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির একটি টিম খুচরা-পাইকারি বাজার তদারকি করবে মর্মে সিদ্ধান্ত গৃহিত হয়। এ সময় শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি আবদুর রহিম রানা, শিবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ স্থানীয় পেঁয়াজ ব্যবসায়ী ও আড়তদাররা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - রাজশাহীর খবর