শনিবার , ৮ জুলাই ২০১৭ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

শিবগঞ্জে গৃহবধূকে পিটিয়ে হত্যা

Paris
জুলাই ৮, ২০১৭ ৪:৩৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সুদের টাকা পরিশোধ করতে না পারায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ধাইনগর ইউনিয়নের রানীনগর গ্রামে। নিহতের শিকার একই গ্রামের দুরুলের স্ত্রী শুকতারা বেগম (২২)।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে একই গ্রামের খোকার ছেলে তাজেলের নিকট হতে কালুর ছেলে দুরুল সুদের উপর ১০ হাজার টাকা কর্জ নেয়। দুরুল তাজেলকে আসল টাকা পরিশোধ করলেও পর্যায়ক্রমে সুদ বেড়ে ২৫ হাজার টাকা হওয়ায় মাঝে মাঝেই তাদের মধ্যে কথা কাটাকাটি হতো।

 

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকালে সাড়ে ৭টার দিকে তাজেল কয়েকজন লোক নিয়ে দুরুলের বাড়ি এসে সুদের টাকার জন্য চাপ প্রয়োগ করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাজেল ও তার লোকজন দুরুলের উপর হামলা করলে সে প্রাণ ভয়ে পালিয়ে যায়।

এ সময় দুরুলের স্ত্রী শুকতারাকে তারা এলোপাথাড়িভাবে পিটিয়ে সে ঘটনাস্থলেই মারা যায়। তাজেল ও তার সমর্থকরা নিজেদের বাঁচার জন্য শুকতারার লাশ তার নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে ঝুঁলিয়ে পালিয়ে যায়।
সংশ্লি¬ষ্ট ইউপি সদস্য এরফান আলী জানান, তাজেল ও তার সমর্থকরা অত্যন্ত প্রভাবশালী ও ডাকাত দলের সদস্য। তাই তারা নানা ধরণের অপকর্ম করলেও কেউ ভয়ে মুখ খুলে না।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার এসআই রবিউল করিম জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছেন।
স/শ

সর্বশেষ - রাজশাহীর খবর