ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে ২ কোটি ৩৫ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে নির্মিত ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার দুপুরে কলেজ চত্বরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশারফ হোসেনের সভাপতিত্বে এক অনুষ্ঠানে ভিত্তিপ্রস্তর নির্মাণ কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোহা. গোলাম রাব্বানী।
এসময় উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ইরতিজা আহসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান বাবু, মুক্তিযোদ্ধা কমান্ডার বজলার রশিদ সনু, শিবগঞ্জ পৌরসভার মেয়র কারিবুল হক রাজিন, শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক আসাদুজ্জামান, সিরাজউদ্দৌলাসহ স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি গোলাম রাব্বানী এমপি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকার ক্ষমতায় এসে নারীদের শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। তারা নিয়মিত উপবৃত্তিসহ বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করছে। ফলে ছেলেদের চাইতে নারীদের বিভিন্ন ক্ষেত্রে বেশি অবদান রাখতে হবে।
এ কলেজের সম্মান বজায় রাখতে সকল শিক্ষার্থীদের আরো লেখাপড়ায় মনোযোগি হওয়ার পাশাপাশি বাল্য বিয়ে প্রতিরোধ করে একটি আদর্শ সমাজ গড়তে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, এ কলেজকে সরকারিকরণে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
স/আর