শনিবার , ৩ আগস্ট ২০২৪ | ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

শিক্ষার্থীদের মুক্তির দাবিতে বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় সালমা সাহাদাৎ

Paris
আগস্ট ৩, ২০২৪ ৮:৫৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজশাহীতে গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তির দাবিতে বৃষ্টি মাথায় নিয়ে রাস্তায় নামেন

মাদার বখ্শ্ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ সালমা সাহাদাৎ। শিক্ষার্থীদের ডাকা আন্দোলনে একাত্মতা ঘোষণা করে গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তির দাবিতে অভিভাবকদের সাথে নিয়ে শনিবার (৩ আগষ্ট) বেলা সাড়ে ১১ টায় নগরীর জিরোপয়েন্টে উপস্থিত হন তিনি।

তার সাথে উপস্থিত ছিলেন, অভিভাবক ও শিক্ষার্থীরা। তবে তিনি সাহেববাজার জিরোপয়েন্টে উপস্থিত হলে আওয়ামী লীগ ও পুলিশের বাধায় সমাবেশ না করেই সেখান থেকে চলে যান।

বৃষ্টি মাথায় নিয়ে অভিভাবকদের সাথে তিনি জিরোপয়েন্টে পৌছালে আগে থেকেই সেখানে আওয়ামী লীগের সভা করায় সেখানে তাকে সমাবেশ না করার জন্য অনুরোধ জানানো হয়। পরে তিনি পুলিশ ও আ.লীগ নেতা ডাবলু সরকারের চাপের মুখে সেখান থেকে চলে যান। যদিও পরে তিনি আরডিএ মার্কেট গেট সংলগ্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করেন ও গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তির দাবি জানান।

সালমা সাহাদাৎ জানান, বৃষ্টি না হলে আরো অধিক অভিভাবকরা উপস্থিত হতো। আজকে দেশের এমন অবস্থা তাতে বাসার ভেতরেও আমাদের শিক্ষার্থীরা নিরাপদ নয়। শিক্ষার্থীদের ন্যায্য অধিকারের মিছিলে চলছে গুলি। কত মায়ের কোল খালি করেছে এ সরকার। অবিলম্বে^ গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তি ও শিক্ষার্থী হত্যার বিচার দাবি করেন তিনি।

 

সর্বশেষ - রাজশাহীর খবর