মঙ্গলবার , ২২ অক্টোবর ২০২৪ | ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

লেবাননে হাসপাতালের পাশে ইসরাইলি হামলায় ৪ শিশুসহ নিহত ১৮

Paris
অক্টোবর ২২, ২০২৪ ৯:৫০ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

লেবাননের রাজধানী বৈরুতে রফিক হারিরি ইউনিভার্সিটি হাসপাতালের পাশে ইসরাইলি হামলায় ৪ শিশুসহ ১৮ জন নিহত হয়েছে। সোমবারের (২১ অক্টোবর) হামলায় হতাহতের সংখ্যা মঙ্গলবার (২২ অক্টোবর) নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

হামলার পর ইসরাইলি সেনাবাহিনী দাবি করে, হাসপাতালের পাশে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা। এতে হাসপাতালের কোনো ক্ষতি হয়নি।

তবে মঙ্গলবার হাসপাতালের পরিচালক জানিয়েছেন, হামলার ফলে হাসপাতালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হাসপাতালের সোলার প্যানেল, ভবনের জানালাগুলো ভারী গোলাবারুদের আঘাতে ভেঙে চুরমার হয়েছে।

তবে এই হামলায় হাসপাতালের কোনো কর্মীর হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে ইসরাইলি হামলার হুমকির মুখেও তারা হাসপাতাল ছেড়ে যাবেন না বলে জানিয়েছেন পরিচালক সাদেহ। তিনি বলেন, আমরা হাসপাতাল খালি করব না। দাহিয়ের বিভিন্ন হাসপাতালে হামলার পর এখন শুধু আমরাই কার্যক্রম চালাচ্ছি।’

 

সূত্র: যুগান্তর

সর্বশেষ - আন্তর্জাতিক