শনিবার , ২ নভেম্বর ২০১৯ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

লালপুরে ভেজাল গুড় ধ্বংস, দেড় লাখ টাকা জরিমানা

Paris
নভেম্বর ২, ২০১৯ ৪:০১ অপরাহ্ণ

লালপুর প্রতিনিধি:
নাটোরের লালপুরে ভেজাল গুড় তৈরীর কারখানায় অভিযান চালিয়ে ১৪.৬৪ মেট্রিক টন ভেজাল গুড় ও বিপুল পরিমাণ ভেজাল গুড় তৈরীর মালামাল জব্দ করেছে র‌্যাব। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়।

র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) এএসপি এসএম জামিল আহমেদ জানান, শুক্রবার রাতে লালপুর উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিয়া আফরিন এর নেতৃত্বে র‌্যাবের একটি দল উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের মোস্তফার গুড় তৈরীর কারখানায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে ১৪ হাজার ৬৪০ কেজি অর্থাৎ ১৪.৬৪ মেট্রিকটন ভেজাল গুড়, ৩০ কেজি কাপড়ের রং, ৩৯ কেজি ফিটকারী, চার কেজি ডালডা ও পাঁচ কেজি হাইড্রোজ জব্দ করে। ভেজাল গুড় তৈরী ও সংরক্ষণ করার অপরাধে কারখানা মালিক মোস্তফাকে দেড় লাখ টাকা জরিমানা ও জব্দকৃত মালামাল ধ্বংস করার নির্দেশ দেন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিয়া আফরিন এর ভ্রাম্যমাণ আদলত।

 

স/শা

সর্বশেষ - রাজশাহীর খবর