রবিবার , ১৯ মার্চ ২০২৩ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

লালপুরে খলিশাডাঙ্গা নদীতে অবৈধ বাঁধ অপসারণ, জরিমানা

Paris
মার্চ ১৯, ২০২৩ ১০:০০ অপরাহ্ণ

লালপুর প্রতিনিধি :
নাটোরের লালপুরে খলিশাডাঙ্গা নদীতে অভিযান চালিয়ে তিনটি বাঁধ অপসারণ, চায়না দুয়ারি ও ফিক্সট ইঞ্জিন (মাছ ধরার স্থায়ী স্থাপনা) জব্দ করে পুড়িয়ে বিনষ্ট ও অবৈধভাবে মৎস্য শিকারের দায়ে একজনকে জরিমানা করা হয়েছে।
রোববার (১৯ মার্চ ২০২৩) সন্ধ্যায় উপজেলার পানঘাটা ও চকনাজিরপুরে খলিশাডাঙ্গা নদীতে অভিযান চালিয়ে এ আদেশ দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাকের ভ্রাম্যমান আদালত।
জরিমানাকৃত ব্যক্তি চকনাজিরপুর গ্রামের মৃত জসিম উদ্দিন প্রামানিকের ছেলে আক্তার হোসেন (৫৫)। ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক বলেন, রোববার উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের পানঘাটা ও চকনাজিরপুর এলাকায় খলিশাডাঙ্গা নদীতে অভিযান পরিচালিত হয়। অভিযানে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর  আওতায় তিনটি বাঁধ অপসারণ, চায়না দুয়ারি ও ফিক্সট ইঞ্জিন (মাছ ধরার স্থায়ী স্থাপনা) জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এ সময় একজনকে অবৈধভাবে মৎস্য শিকারের দায়ে  দুই হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সামা ও লালপুর থানা পুলিশ সহযোগিতা করেন।

সর্বশেষ - রাজশাহীর খবর