রবিবার , ৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

লাঠিপেটা-ধাওয়ায় রেললাইন ফাঁকা করলো পুলিশ

Paris
সেপ্টেম্বর ৩, ২০২৩ ২:৪৯ অপরাহ্ণ

সিল্কসিটি নিউজ ডেস্ক :

চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় রেল লাইন অবরোধ করা বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী শ্রমিকদের লাঠিপেটা ও ধাওয়ায় সরিয়ে দিয়েছে পুলিশ।

রেললাইন অবরোধের কারণে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় জনভোগান্তি চরমে উঠার পর রেল যোগাযোগ সচল করতে উদ্যোগী হয় রেলওয়ে কর্তৃপক্ষ।

মালিবাগে রেলগেট এলাকায় আন্দোলনরত শ্রমিকদের কাছে যায় বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী, রেল পুলিশ, আনসার ও স্থানীয় থানা পুলিশ। কিন্তু কথা বলেও রেললাইন থেকে তাদের সরাতে না পারায় লাঠিপেটা শুরু করে পুলিশ, পরে ধাওয়া দিয়ে পুরো মালিবাগ রেললাইন ফাঁকা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা রেলওয়ে পুলিশের এসপি বলেন, শ্রমিকদের রেলপথ অবরোধের কারণে ঢাকার সঙ্গে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। মানুষ যাত্রী সাধারণকে ভোগান্তিতে পড়তে হয়। অনেক করে বোঝানোর পর তাদের রেললাইন থেকে সরানো যায়নি। বাধ্য হয়ে পুলিশ রেলপথে চলাচল স্বাভাবিক করতে লাঠিচার্জ ও ধাওয়া দেয়া হয়েছে। এখন মালিবাগ এলাকা ফাঁকা। কয়েকজনকে আটক করা হয়েছে। একটু পরেই রেল যোগাযোগ স্বাভাবিক হবে।

সর্বশেষ - জাতীয়