বৃহস্পতিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

লাঞ্চ থেকে ফিরে আবারও হাসানের আঘাত, এবার শিকারে পন্থ

Paris
সেপ্টেম্বর ১৯, ২০২৪ ১:৩৮ অপরাহ্ণ

 

সিল্কসিটি নিউজ ডেস্ক:

ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে ফিল্ডিং করতে নামা বাংলাদেশের হয়ে উইকেটে ঝড় তুলছেন হাসান মাহমুদ। রোহিত শর্মা, শুভমান গিল ও বিরাট কোহলিকে আউট করার পর এবার লাঞ্চ থেকে ফিরেই ঋষভ পন্থকে বিদায় করেছেন। ৫২ বলে ৩৯ রান করা পন্থ উইকেটকিপার লিটনকে ক্যাচ দেন। চতুর্থ উইকেট জুটিতে তিনি যশস্বী জয়সাওয়ালের সঙ্গে ৯৯ বলে ৬২ রানের পার্টনারশিপ গড়েন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৪ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১২৮ রান করেছে ভারত। ব্যাটিংয়ে আছেন যশস্বী জয়সাওয়াল ও লোকেশ রাহুল।

বৃহস্পতিবার চেন্নাইয়ের এম এ চিদাম্বারাম স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০ টায়। যেখানে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

দলীয় ষষ্ঠ ওভারের প্রথম বলে হাসানের বল খোঁচা দেওয়া ভারতীয় অধিনায় রোহিতের (৬) ক্যাচ নেন স্লিপে থাকা নাজমুল হোসেন শান্ত। নিজের পরের ওভারেই শূন্য রানে থাকা গিলকে উইকেটকিপার লিটন দাসের ক্যাচে মাঠ ছাড়া করান এই পেসার। এরপর ৬ রানে থাকা বিরাট কোহলিকে সেই লিটনের ক্যাচে ফেরান হাসান।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল ইসলাম, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সাওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, আকাশদীপ।

সর্বশেষ - খেলা