রবিবার , ১৪ আগস্ট ২০১৬ | ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

লজ্জা থেকে বেঁচে গেল সিটিজেনরা

Paris
আগস্ট ১৪, ২০১৬ ৬:৪৫ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খেতে খেতেও বেঁচে গেছে শিরোপা প্রত্যাশী ম্যানচেস্টার সিটি। সান্দারল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে জয় তুলে নিয়েছে সিটিজেনরা। একটি গোল পেনাল্টিতে আর অপর গোলটি ম্যাচের একেবারে শেষ মুহূর্তে আত্মঘাতির সুবাদে পায় ম্যানসিটি।

 

ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ডেভিড ময়েসের সান্দারল্যান্ডকে আতিথ্য জানায় ম্যানসিটি। দলের নতুন কোচ পেপ গার্দিওলার অধীনে ম্যানসিটির হয়ে শুরুর একাদশে মাঠে নামেন অভিষিক্ত জন স্টোনস, কোলারভ, সিলভা, ফার্নান্দিনহো, নোলিতো, ডি ব্রুইন, রাহিম স্টারলিং আর সার্জিও আগুয়েরো। বিরতির পর সিটিজেনদের হয়ে মাঠে ছিলেন ফ্যাবিয়ান ডেল্ফ, ইহেনাচোর মতো তারকারা।

 

ম্যাচের চতুর্থ মিনিটেই পেনাল্টি লাভ করে ম্যানসিটি। আর সে সুযোগে দলকে লিড পাইয়ে দেন আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো। প্রথমার্ধে আগুয়েরোর গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় গার্দিওলার শিষ্যরা।

 

খেলার ৭১ মিনিটের মাথায় সমতায় ফেরে সান্দারল্যান্ড। জ্যাকের অ্যাসিস্ট থেকে গোল করেন দলের তারকা জার্মেইন।

 

খেলার ৮৭ মিনিটের মাথায় ভাগ্যগুনে আরেকবার লিড পায় সিটিজেনরা। প্যাডির আত্মঘাতি গোলে ২-১ এ পিছিয়ে পড়ে সান্দারল্যান্ড। আর এই স্কোরেই জয় তুলে পূর্ণ পয়েন্ট নিজেদের করে নেয় গার্দিওলার ম্যানসিটি।

সূত্র: বাংলা নিউজ

সর্বশেষ - খেলা