সিল্কসিটিনিউজ ডেস্ক: রাঙামাটির লংগদু উপজেলার গলাছড়ি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্র ও সেনাবাহিনীর পোশাক উদ্ধার করেছে যৌথ বাহিনী।
বৃহস্পতিবার ভোর থেকে শান্তিচুক্তিবিরোধী সংগঠন ইউপিডিএফের আস্তানায় অভিযান চালিয়ে এ সব অস্ত্র ও সেনাবাহিনীর পোশাক উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে দুটি একে ৪৭ রাইফেল, একটি অটোমেটিক রাইফেল, একটি চাইনিজ রাইফেল, চারটি ম্যাগজিন, ১৪৫ রাউন্ড গুলি, বেশ কয়েকজোড়া সেনাবাহিনীর পোশাক এবং বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র।
লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম জানান, গোপন খবরের ভিত্তিতে যৌথ বাহিনীর বিশেষ দল গলাছড়ি এলাকায় একটি আস্তানা ঘেরাও করে অভিযান শুরু করে। পরে ওই আস্তানা থেকে সকাল পর্যন্ত বিপুল পরিমাণ অস্ত্র ও সেনাবাহিনীর পোশাক উদ্ধার করা হয়। অভিযান শেষ হয়েছে। অভিযান সম্পর্কে বিস্তারিত পরে জানানো হবে। সূত্র: রাইজিং বিডি