সোমবার , ২৩ সেপ্টেম্বর ২০২৪ | ১৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রোনালদোর রেকর্ডে ভাগ বসালেন হালান্ড

Paris
সেপ্টেম্বর ২৩, ২০২৪ ৯:০৪ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

এক ম্যাচ পর আবার জালের দেখা পেলেন আর্লিং হালান্ড। তাতেই নতুন এক মাইলফলকে পা রাখলেন তিনি, গড়লেন রেকর্ড। কোনও এক ইউরোপিয়ান ক্লাবের হয়ে দ্রুততম শত গোলের রেকর্ডে ক্রিস্টিয়ানো রোনালদোর পাশে বসলেন নরওয়ের তারকা।

প্রিমিয়ার লিগের প্রথম চার ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে রেকর্ডটি একার করে নেওয়ার জোরাল সম্ভাবনা জাগিয়েছিলেন হালান্ড। কিন্তু গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে জালের দেখা পাননি তিনি, ম্যাচটি গোলশূন্য ড্র করে ম্যানচেস্টার সিটি।

চারদিন পরই অপেক্ষা ফুরালো হালান্ডের। ইতিহাদ স্টেডিয়ামে রবিবার (২২ সেপ্টেম্বর) প্রিমিয়ার লিগের ম্যাচে নবম মিনিটে দারুণ গোলে কিংবদন্তির রেকর্ডটি স্পর্শ করেন তিনি।
সাভিনিয়োর রক্ষণ চেরা পাসে বল স্পর্শ না করে সামনে এগিয়ে যান হালান্ড। আর্সেনালের দুই ডিফেন্ডার প্রাণপনে ছুটেও পাননি তার নাগাল। বিপদ দেখে ছুটে আসা দাভিদ রায়াও করতে পারেননি তেমন কিছু। প্রথম স্পর্শেই জাল খুঁজে নেন হালান্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে ১০৫ ম্যাচে ১০০ গোল করলেন ২৪ বছর বয়সী তারকা।

২০১১ সালে রেয়াল মাদ্রিদের জার্সিতে রোনালদোও ঠিক ১০৫ ম্যাচে ১০০টি গোল করেছিলেন। ২০২২ সালের মে মাসে সিটিতে যোগ দিয়ে অভিষেক মৌসুমেও গোলের অনেক রেকর্ড গড়েন হালান্ড। পরের মৌসুমে সংখ্যাটা কমলেও প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয়বারের মতো সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতে নেন তিনি।

এবারও একই ছন্দে এগিয়ে, টানা তৃতীয়বারের মতো গোল্ডেন শু জয়ের পথে ছুটছেন হালান্ড। পাঁচ ম্যাচে ১০ গোল হলো তার, এক মৌসুমে যা দ্রুততম।

আগের এই রেকর্ডেও আছে তার নাম, ২০২২-২৩ আসরে ছয় ম্যাচে ১০ গোল করেছিলেন তিনি। তার আগে ১৯৯২-৯৩ আসরে সাবেক ইংলিশ ফরোয়ার্ড মিকি কোয়েন কভেন্ট্রি সিটির হয়ে সমান ছয় ম্যাচে ১০ গোল করেছিলেন।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - খেলা