বুধবার , ৭ জুন ২০১৭ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রোগীর গর্ভে ডাক্তারের শুক্রাণু, ডাঃ কারবাতের ‘শকিং’ কারবার

Paris
জুন ৭, ২০১৭ ৫:৪০ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক: রোগীদের গর্ভে ডাক্তারবাবুর সন্তান! তাও একটি বা দু’টি নয়, মোট ৬০টি। নেদারল্যান্ডের স্বঘোষিত ‘বন্ধ্যাত্ব চিকিত্সার জনক’ ডাঃ জ্য কারবাতের বিরুদ্ধে এমনটাই অভিযোগ যে তিনি রোগীদের গর্ভে নিজের শুক্রাণুই স্পাপন করে গেছেন বছরের পর বছর ধরে। আর এভাবে তাঁর ঔরসে জন্ম হয়েছে ৬০টি প্রাণের। তবে সেই ডাক্তারবাবু এখন আর পৃথিবীতে নেই, গত হয়েছেন বেশ কয়েক বছর আগে। কিন্তু তাহলে এতদিন পর কীভাবে সামনে এল এমন ‘চরম সত্য’?

কারবাত মামলায় আদালত কক্ষে ওই ৬০ জনের একজন।

আসলে, সন্দেহ দানা বেঁধেছিল কারবাতের এক রোগীর সন্তানকে দেখে। দাবি, সেই ছেলের সঙ্গে নাকি কারবাতের ভীষণ চেহারাগত মিল। আর তারপরেই বেশ কয়েকটি রোগীর পরিবারের তরফ থেকে এক আইনজীবীর মাধ্যমে অভিযোগ দায়ের করা হয় আদালতে। প্রকৃত সত্য তুলে ধরতে আদালতের কাছে ডিএনএ পরীক্ষার আবেদনও জানানো হয়েছে এবং জানা য়াচ্ছে সম্প্রতি এক ডাচ আদালত সেই আবেদনে সাড়া দিয়ে পরীক্ষার বিষয়ে সম্মতি দিয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক