সোমবার , ৮ আগস্ট ২০১৬ | ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রেকর্ড গড়ে স্বর্ণ জিতলেন কেটি লেডেকি

Paris
আগস্ট ৮, ২০১৬ ১২:৪২ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক :

ব্রাজিলের সময় শনিবার রাতে ৪ গুনন ১০০ মিটার ফ্রিস্টাইলে রৌপ্য পদক জিতেছিলেন মার্কিন নারী সাঁতারু কেটি লেডেকি।

আর রোববার রাতে তিনি নিজেকেই নিজে ছাড়িয়ে গিয়েছেন। ৪০০ মিটার ফ্রিস্টাইলে নিজের গড়া আগের বিশ্বরেকর্ডটি ভেঙে নতুন রেকর্ড গড়ে স্বর্ণ জিতে নিয়েছেন।

এদিন ৩ মিনিট ৫৬.৪৬ সেকেন্ড সময় নিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েন। যা তার আগের গড়া বিশ্ব রেকর্ডের চেয়ে ২ সেকেন্ড কম। এই ইভেন্টে রৌপ্য ও ব্রোঞ্জ জিতেছেন ব্রিটেনের জাজ কার্লিন ও আমেরিকার লিয়াহ স্মিথ।

১৯ বছর বয়সী এই তরুণী এরপর ২০০ মিটার ও ৮০০ ফ্রিস্টাইলে সাঁতারে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ২০১২ সালে মাত্র ১৫ বছর বয়সে লন্ডন অলিম্পিকে এই ইভেন্ট দুটিতে স্বর্ণ জিতেছিলেন তিনি।

এ ছাড়া ৪ গুনন ২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতেও প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। তাতে করে সাঁতারের পাঁচটি ইভেন্টেই তার স্বর্ণ জয়ের সম্ভাবনা রয়েছে।

তবে তিনি যদি ২০০ ও ৮০০ মিটারে স্বর্ণ জিতেন তাহলে ১৯৬৮ সালের পর প্রথম কোনো নারী সাঁতারু হিসেবে ব্যক্তিগত তিন ফ্রিস্টাইল ইভেন্টে স্বর্ণ জয়ের রেকর্ড গড়বেন। ১৯৬৮ সালে দেবি মেয়ার এই তিন ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন।

সূত্র: রাইজিংবিডি

সর্বশেষ - খেলা