বুধবার , ১১ আগস্ট ২০২১ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাসিকের প্রকৌশল বিভাগের সাথে মেয়র লিটনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Paris
আগস্ট ১১, ২০২১ ৪:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক
রাজশাহী সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্যক্রম বিষয়ে প্রকৌশল বিভাগের সাথে মতবিনিময় সভা অনুুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। শোকাবহ আগস্টে সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের শ্রদ্ধার সাথে স্মরণ করে তাদের রূহের মাগফিরাত কামনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন।

সভায় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, মহামারি করোনার কারণে সারাদেশের মতো রাজশাহীতেও উন্নয়ন কর্মকান্ড বাধ্যগ্রস্ত হয়েছে। তবে করোনা মধ্যেও জাতীয় গুরুত্বপূর্ণ বড় বড় প্রকল্পগুলোর কাজ চালু রয়েছে। রাজশাহীতেও করোনার মধ্যেও আমরা উন্নয়ন কাজ চলমান রেখেছি। ইতোমধ্যে রাজশাহী-নওগা প্রধান সড়ক হতে রাজশাহী-নাটোর সড়ক পর্যন্ত পূর্ব-পশ্চিম সংযোগ সড়ক এবং ১টি ফ্লাইওভার নির্মাণ, মহানগরীর ৩০টি ওয়ার্ডে ক্ষতিগ্রস্থ সড়ক ও নর্দমাসমূহের উন্নয়ন প্রকল্পের কাজ, সিটি বাইপাস রোড ফোরলেনে উন্নীতকরণ কাজ শেষ হয়েছে।

মেয়র আরো বলেন, নানা প্রতিবন্ধকতা পেরিয়ে কল্পনা সিনেমা হল থেকে তালাইমারী পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন কাজ চলছে। কল্পনা সিনেমা হল থেকে তালাইমারী সড়কের নির্মাণ কাজ শেষ হলে এটি হবে দেশের মধ্যে অন্যতম আকর্ষণীয় দৃষ্টিনন্দন সড়ক। রাজশাহী মহানগরীর সমন্বিত নগর উন্নয়ন প্রকল্পের আওতায় ১৯১ কোটি টাকা ব্যয়ে ওয়ার্ড পর্যায়ে পাড়া-মহল্লায় সড়ক ও ড্রেন নির্মাণ কাজ চলমান আছে। ড্রেনের পাশে সড়ক ও রাজশাহী মহানগরীর সমন্বিত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলি চারলেনে উন্নীতকরণ, কাচাবাজারসমূহের অবকাঠামোগত উন্নয়ন, ড্রেনের পাশে রাস্তার উন্নয়ন, যানজট নিরসনে ৫টি ফ্লাইওভার নির্মাণ করা হবে। উন্নয়ন কাজের মানের ব্যাপারে কোন ছাড় দেওয়া হবে না। সকল উন্নয়ন কাজে সংশ্লিষ্টদের যথাযথভাবে কাজ তদারকি করতে হবে। রাজশাহী সিটি কর্পোরেশনের কাজের সুনাম রয়েছে, তা ধরে রাখতে চাই।

সভায় প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম বলেন, মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মহোদয়ের নিরসল প্রচেষ্টা ও নেতৃত্বে প্রায় তিন হাজার কোটি টাকার রাজশাহী মহানগরীর সমন্বিত অবকাঠামো উন্নয়ন প্রকল্প পাশ হয়েছে। ইতোমধ্যে প্রকল্পটির আওতায় ৭৭৫ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন কাজের দরপত্র আহ্বান করা হয়েছে। আরো ১২০ কোটি টাকার উন্নয়ন কাজের দরপত্র আহ্বান প্রক্রিয়াধীন আছে। মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন টেকসই উন্নয়নের বিষয়টি মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। মাননীয় মেয়র মহোদয়ের স্বপ্নের আধুনিক, উন্নত, বাসযোগ্য ও স্মার্ট রাজশাহী মহানগরী গড়তে পেশাদারিত্ব বজায় রেখে সকল প্রকৌশলীকে যথাযথভাবে কাজ করে যেতে হবে।

মঞ্চে উপবিষ্ট থেকে বক্তব্য দেন নগর অবকাঠামো নির্মাণ ও সংরক্ষণ স্থায়ী কমিটির সভাপতি ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, সচিব মো. মশিউর রহমান, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম, রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প পরিচালক ও তত্বাবধায়ক প্রকৌশলী নূর ইসলাম তুষার, প্রজেক্ট এডভাইজার মো. আশরাফুল হক, প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট গোলাম মুর্শেদ প্রমুখ। সভায় প্রকৌশল বিভাগের সহকারী ও উপ-সহকারী প্রকৌশলীবৃন্দ অংশ নিয়ে বিভিন্ন মতামত ব্যক্ত করেন।

স/জে

সর্বশেষ - রাজশাহীর খবর