মঙ্গলবার , ১৬ এপ্রিল ২০১৯ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাসিকের দ্বিতীয় দিনের উচ্ছেদ অভিযান, জরিমানাসহ আটক ১০

Paris
এপ্রিল ১৬, ২০১৯ ৬:০৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগরীতে দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে অবৈধ স্থাপনা ও দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান। এতে কয়েকজনকে জরিমানাসহ ম্যাজিস্ট্রেটের কাজে বাঁধা দেয়ার অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে।

রাজশাহী সিটি করপোরেশনের উদ্যোগে ১১ দিনব্যাপী চলমান এ অভিযানটি মঙ্গলবার বেলে ১১টা থেকে শুরু হয়। রাসিকের নির্বাহী ম্যজিস্ট্রেট সমর কুমার পালের নেতৃত্বে শুরু হওয়া অভিযানটি নগরীর স্বচ্ছ টাওয়ার থেকে শুরু হয়ে টিকাপাড়া দিয়ে ভদ্রা মোড়ে গিয়ে শেষ হবে বলে জানা গেছে।

স্থানীয় পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে দ্বিতীয় দিনের এ অভিযানে নগরীর সাগরপাড়া, টিকাপাড়ার ফুটপাত ঘিরে অবৈধভাবে গড়ে তোলা শতাধিক স্থাপনা ভেঙে ফেলা হয়। এসময় ফুটপাত দখল করে নির্মানাধীন সামগ্রী রাখার অভিযোগে সংশ্লিষ্ট বাড়ির মালিকদের কাছ থেকে জরিমানার অর্থ আদায় করা হয়। দুপুর দেড়টা পর্যন্ত ২০ হাজার টাকা অর্থ আদায় করা হয়েছে বলে জানা গেছে।

এছাড়া ম্যাজিস্ট্রেটের কাজে বাঁধা দেয়ার অভিযোগে প্রায় ১০ জনকে আটক করা হয়। উচ্ছেদ অভিযানে সিটি করপোরেশনের নিজস্ব জনবল ও বুলড্রোজারকে কাজে লাগানো হয়।

এর আগে গতকাল সোমবারের অভিযানে নগরীর মাস্টারপাড়া সবজিপাড়া ও পাঠানপাড়ার প্রায় দুই শতাধিক অভিক অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। আগামীকাল বুধবার নগরীর ঝাউতলা মোড় থেকে লক্ষ্মিপুর মোড় হয়ে ঘোষপাড়া মোড় পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

এদিকে ১৫ তারিখ (সোমবার) থেকে উচ্ছেদ অভিযান শুরুর আগে মাসব্যাপি নগরীতে মাইকিং ও প্রাচরণার মাধ্যমে দখলদারদের নিজ উদ্যোগে মালামাল সমেত সরে যাবার জন্য নির্দেশ প্রাদন করা হয়।

স/শা

সর্বশেষ - রাজশাহীর খবর