সিল্কসিটিনিউজ ডেস্ক:
ষ্ট্রদ্রোহের এক মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং একুশে টেলিভিশনের সাবেক চেয়ারম্যান আব্দুস সালামসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
তেজগাঁও থানার এ মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইমদাদুল হক মঙ্গলবার ঢাকার হাকিম আদালতে এ অভিযোগপত্র জমা দেন।
লন্ডনে বিএনপির এক অনুষ্ঠানে তারেকের দেওয়া বক্তব্য সরাসরি সম্প্রচার করার পর গত বছর দায়ের করা এ মামলার এজাহারে কেবল তারেক ও সালামের নাম ছিল।
তদন্ত শেষে অভিযোগপত্রে তাদের সঙ্গে যোগ হয়েছে একুশে টিভির সাবেক প্রধান প্রতিবেদক মাহাথীর ফারুকী খান এবং জ্যেষ্ঠ প্রতিবেদক কনক সারওয়ারের নাম।
এদের মধ্যে সালাম কারাগারে রয়েছেন। তদন্ত কর্মকর্তা বাকি তিন আসামিকে পলাতক দেখিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন বলে পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান জানান।
তিনি বলেন, “চার্জশিট পরীক্ষার পর আগামী ২৯ সেপ্টেম্বর তা হাকিমের কাছে উপস্থাপন করা হবে।”
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর তেজগাঁও থানায় এসআই বোরহান উদ্দিন ২০১৫ সালের ৮ জানুয়ারি তেজগাঁও শিল্পাঞ্চল থানায় এই মামলা করেন।
এজাহারে বলা হয়, ওই বছর ৫ জানুয়ারি লন্ডন থেকে তারেক রহমানের দেওয়া বক্তব্য একুশে টিভি সরাসরি সম্প্রচার করে। এর মধ্য দিয়ে আসামিরা ‘পরস্পর যোগসাজশে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে দেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি প্রদর্শন, আইনের দ্বারা প্রতিষ্ঠিত সরকারের প্রতি ঘৃণা তৈরি করতে চেয়েছিলেন’।
সূত্র: বিডি নিউজ