নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শনিবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী মেডিকেল কলেজের শহীদ মিনারে ফুল দিয়ে বঙ্গবন্ধুসহ শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। একই সাথে এক মিনিট নিরবতা পালন ও শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ, উপ-পরিচালক ডা. হাসানুল হাসিব, সহকারি পরিচালক (প্রশাসন) ডাক্তার মোঃ আবু তালেব, সাবেক আরপি ডাক্তার পার্থ মনি ভট্টাচার্য, অর্থপেডিক সার্জারির আরএস ডা. এমএস রয়, রামেক হাসপাতালের ওয়ার্ড মাস্টার অফিসের ইনচার্জ এসএম মোশাররফ হোসেন, বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারি সমিতি, আঞ্চলিক ইউনিটের সভাপতি মোজাহার আলী, সাধারণ সম্পাদক সুমন ইসলাম, সিনিয়র সহ-সভাপতি খাজা মইন উদ্দিন, নার্সিং সুপারিনটেনডেন্ট সুফিয়া খাতুনসহ রামেক হাপাতালের কর্মচারী- কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে রামেক হাসপাতালে দিনব্যাপী নানান কর্মসূচি পালন করা হবে।