সোমবার , ১১ জুলাই ২০১৬ | ১৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রামেক হাসপাতালে দুই নারী দালালের কারাদন্ড

Paris
জুলাই ১১, ২০১৬ ১০:৪৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বর্হি বিভাগ থেকে দুই নারী দালালকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুর ২টার দিকে তাদের আটক করা হয়। পরে তাদের দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ দিন করে কারাদন্ড দেওয়া হয়েছে।

দন্ডপ্রাপ্তরা হলেন, নগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ এলাকার শাহাদত হোসেনের স্ত্রী তহমিনা আক্তার (৩৫) এবং ডিঙ্গাডোবা এলাকার চাঁন মিয়ার স্ত্রী রুমালি বেগম (৩৫)।

সোমবার দুপুর ২টায় আটকের পরে বিকেলে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আলম এই দন্ডাদেশ দেন।

রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই এনামুল হক সিল্কসিটি নিউজকে জানান, দুপুরে চিহ্নিত ওই দুই নারী দালাল হাসপাতালের বহির্বিভাগ থেকে রোগি ভাগিয়ে বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। খবর পেয়ে হাসপাতাল পুলিশ বক্সের সদস্যরা তাদের আটক করেন। এরপর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের ৭ দিন করে কারাদন্ডের আদেশ দেন। বিকেলেই তাদের কারাগারে পাঠানো হয়।

স/অ

সর্বশেষ - রাজশাহীর খবর