শনিবার , ২৫ নভেম্বর ২০২৩ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাবিতে শহীদ মীর আব্দুল কাইয়ূমের স্মরণে সভা

Paris
নভেম্বর ২৫, ২০২৩ ৬:১০ অপরাহ্ণ

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক অধ্যাপক শহীদ মীর আব্দুল কাইয়ূমের স্মরণ সভা করেছে বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ। আজ শনিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে দশটায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের ডরমিটরিতে মোমবাতি প্রোজ্জ্বলন এবং স্কুলের শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক পুরষ্কার প্রদান করা হয়। পরবর্তীতে সিনেট ভবনের সামনে থেকে র‍্যালী বের হয়ে শহীদ বুদ্ধিজীবী চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে শহীদ মীর আব্দুল কাইয়ূমের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর সিনেট ভবনে মুল অনুষ্ঠান  শুরু হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ওবায়দুর রহমান প্রামানিক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদজায়া অধ্যাপক মাসতুরা খানম এবং মূখ্য আলোচক ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল খালেক।

উপ উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবির বলেন, আসলে এদেশের দোসরদের সহায়তায় পাকিস্তানি বাহিনীর বুদ্ধিজীবীদের হত্যাকান্ড ঘটায়। একজন মানুষ তার বুদ্ধি, মাথা কেটে দিলে যেমন কিছুই থাকে না। এজন্যই মুক্তিযুদ্ধের নীল নকশায়  এদেশীয় বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। আমি মনে করি বর্তমানে শিক্ষার্থী বিশেষ করে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের মুক্তিযুদ্ধ নিয়ে আরও অনেক পড়াশোনা করা উচিত। শহীদ বুদ্ধিজীবীদের পরিবার এমনিতেই অনেক দুঃখ–কষ্ট বহন করছেন। তাই আমাদের খেয়াল রাখতে হবে এই শহীদদের কোনোভাবে  সম্মানহানী ঘটিয়ে তাদের হৃদয়ে আর যেন ব্যথা না দেই সেদিকে লক্ষ্য রাখতে হবে।

শহীদজায়া অধ্যাপক মাসতুরা খানম বলেন, স্মৃতিচারণ কিন্তু অনেক মধুর একটা শব্দ। কিন্তু এই স্মৃতির বেদনা সেটা নিয়ে গত ৫০ বছর ধরে আমি বেঁচে আছি। আমি মনে করি এটা সুখের স্মৃতি। এই স্মৃতি নিয়ে আমি গর্ব করি। আমরা একসঙ্গে পড়াশোনা করেছি এবং চাকুরীও একসাথে করেছি। তাদের বাবার নিষ্ঠা–নীতি সেটাই আমি আমার সন্তানদের মধ্যে দেওয়ার চেষ্টা করছি৷ দেশের জন্য যতজন প্রাণ দিয়েছে তার মধ্যে আমার স্বামীও একজন। এজন্য আমি গর্ব করি৷

শহীদ মীর আব্দুল কাইয়ূমের মেয়ে এবং মনোবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মাহবুবা কানিজ কেয়া বলেন, আমাদের মুক্তিযুদ্ধের সময় যারা বিরোধিতা করছে তাদের প্রতি ঘৃনা প্রকাশ করব প্রাতিষ্ঠানিক ও ব্যাক্তিগত উভয়ভাবে। তাদের চিন্তা ভাবনা যারা ধারন করছে, দেশকে ক্ষতিগ্রস্ত করছে তাদের প্রতি ঘৃনা, তখন আমাদের বাবাদের সাথে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা। মুক্তিযুদ্ধের সময় নভেম্বরে শুরু হয় রাজশাহীতে বুদ্ধিজীবী হত্যা। এই হত্যাকারীদের অনেকেই বিশ্ববিদ্যালয়ে এসে সম্মানের সাথে দায়িত্ব পালন করে গেছেন। তাদের অনেকেরই ছবি বিভিন্নভাবে বিশ্ববিদ্যালয়ে টাঙানো আছে। তাদের ছবি নামানো হোক এবং তাদের কর্মকাণ্ড উল্লেখ করা হোক। তবেই এই বিশ্ববিদ্যালয়ের সকল শহীদ শিক্ষক, বুদ্ধিজীবী, কর্মচারীদের প্রতি সত্যিকারের সম্মান জানানো হবে।

এসময় শহীদ বুদ্ধিজীবী মীর আব্দুল কাইয়ূমের জীবনীভিত্তিক প্রামাণ্যচিত্র ‘মরণজয়ী শহীদ মীর কাইয়ূম’ প্রদর্শিত হয়। মনোবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মাহবুবা কানিজ কেয়ার সভাপতিত্বে সভায় বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক, কর্মকর্তা সহ শতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এইচ/আর

সর্বশেষ - রাজশাহীর খবর