বুধবার , ১০ জুলাই ২০১৯ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাণীনগরে বাল্যবিয়ের এক মাস পর কনের বাবার জরিমানা 

Paris
জুলাই ১০, ২০১৯ ৮:১৩ অপরাহ্ণ

রাণীনগর প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে এক মাস আগে কোর্ট এফিডেভিটের মাধ্যমে বাল্যবিয়ে সম্পন্ন করেও রেহায় পেল না কনের বাবা। বুধবার দুপুরে কনের বাবাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে আদালতের বিচারক তাকে ৫ হাজার টাকা জরিমানা প্রদান করেন।
রাণীনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাকাম্মাম মাহমুদা জানান, বুধবার দুপুরে কাশিমপুর চারাপাড়া গ্রামে বাল্যবিয়ে হচ্ছে এমন সংবাদ পেয়ে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে থানা পুলিসহ সেখানে অভিযান চালানো হয়। এরপর বাল্যবিয়ের আনুষ্ঠানিকতা চলাকালে কনের বাবা হাফিজুল ইসলামকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এতে আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন কনের বাবাকে ৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
মহিলা বিষয়ক কর্মকর্তা আরো জানান, গত এক মাস আগে স্থানীয় কাজী মোজাফ্ফর হোসেন এর সহযোগিতায় কোর্ট এফিডেভিট এর মাধ্যমে ৯ম শ্রেনীতে পড়ুয়া রোকসানা (১৪) নামের একস্কুল ছাত্রীর বিয়ে সম্পন্ন করা হয়। যা একেবারেই ভুয়া বিয়ে। বুধবার আনুষ্ঠানিকতা চলাকালে সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। তবে বর পক্ষের নাম ঠিাকানা বলতে পারেননি এই কর্মকর্তা।
স/শা

সর্বশেষ - রাজশাহীর খবর