নিজস্ব প্রতিবেদক:
আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘আমি আপনাদের সন্তান, কারো ভাই। আমি যে দরদ নিয়ে রাজশাহীর উন্নয়ন করবো, সেই দরদ দিয়ে আর কেউ উন্নয়ন করবে কিনা সন্দেহ আছে। রাজশাহীর উন্নয়নে কাজ করতে চাই, আপনারা আমাকে সুযোগ দিন। আজ বৃহস্পতিবার বিকালে নগরীর ১৪ নম্বর ওয়ার্ডে নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন।
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে ভোট চেয়ে নগরীর ১৪ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন বঙ্গবন্ধু পরিবারের সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নাঈম।
জানা গেছে, বৃহস্পতিবার ৩৮টি গাড়ি বহর নিয়ে রাজশাহীতে আসেন ব্যারিস্টার শেখ ফজলে নাঈম। তিনি বিকেল পাঁচটায় নগরীর তেরখাদিয়া থেকে গণসংযোগ শুরু করেন। এরপর তেরখাদিয়া পশ্চিমপাড়া, নতুন বিলশিমলা, তেরখাদিয়া কাঁচাবাজার ও ডাবতলা এলাকায় গণসংযোগ করেন।
ডাবতলা মোড়ে এক নির্বাচনী পথসভায় শেখ ফজলে নাঈম বলেন, খায়রুজ্জামান লিটনের বাবা শহীদ এএইচএম কামারুজ্জামান ও বঙ্গবন্ধু দেশের সঙ্গে বৈঈমানি করেননি। তাঁর প্রতি আমাদের ঋণ আছে। আগামী ৩০ জুলাই নির্বাচনে রাজশাহীবাসীকে এই ঋণ পরিশোধ করতে হবে। শহীদ কামারুজ্জামানের সুযোগ্য সন্তান খায়রুজ্জামান লিটনকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করতে হবে।
স/শা