নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী নগরীর ‘অনিক সায়েন্স’র পক্ষ থেকে এক লক্ষ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। আজ শনিবার দুপুরে নগরীর মাস্টার শেফ চাইনিজ রেস্টুরেন্টে আনুষ্ঠানিক ভাবে এ বৃত্তি প্রদান করা হয়। এ উপলক্ষে অনিক সায়েন্সের পরিচালক অনিক মাহামুদের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে ক্রেস্ট প্রদান এবং মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
এর আগে গত ১ নভেম্বর অনিক সায়েন্স এ ৭ম,৮ম এবং ৯ম শ্রেনির বিজ্ঞান বিষয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় উত্তীর্ণ মোট ৩৩ জন শিক্ষার্থীর প্রত্যেককে ৩০০০ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। বৃত্তি প্রাপ্ত সকল শিক্ষার্থী ২০২৫ সালে অনিক সায়েন্স এ ৫০% ছাড়ে পড়ার সুযোগ পাবে।
অনিক সায়েন্স ২০১০ সাল থেকে রাজশাহীতে সুনামের সাথে ৭ম ও ৮ম শ্রেনির বিজ্ঞান এবং ৯ম ও ১০ম শ্রেনির পদার্থবিজ্ঞান পড়িয়ে আসছে।
স.আর