নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে ৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বুধবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে নগরীর শাহ মখদুম কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির নাম মো. হোসেন(৩২)। সে কুমিল্লা জেলার দেবিদ্বার থানার মাসিকাড়া গ্রামের মো. মিলন মিয়ার ছেলে । বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- বুধবার রাতে নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার আরেফিন জুয়েলের তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মো. আশিক ইকবাল, এসআই মোহা. আব্দুর রহমান ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো।এ সময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একটি সাদা রংয়ের প্রাইভেট কার কুমিল্লা থেকে বানেশ্বর হয়ে রাজশাহীর উদ্দেশ্যে গাঁজা নিয়ে আসছে।
এমন সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ওই টিম রাত পৌনে ১১ টায় শেখেরচক শাহমখদুম কলেজের সামনে সন্দেহভাজন সাদা রংয়ের প্রাইভেট কারটি দেখা মাত্র দাঁড়ানোর জন্য সংকেত দেয়। সংকেত পেয়ে কার চালক দ্রুত গতিতে পালানোর চেষ্টা করলে ডিবি পুলিশের ওই টিম আসামি কারচালক হোসেনকে কারসহ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামি জিজ্ঞাসাবাদে জানায়,তার প্রাইভেট কারের চারটি দরজায় বিশেষ কায়দায় গাঁজা রাখা আছে। পরবর্তীতে কার তল্লাশী করে ১১ টি প্যাকেটে মোট ৮ কেজি গাঁজা উদ্ধার হয়। যার মূল্য প্রায় ৪ লক্ষ টাকা। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এএইচ/এস