নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে পৃথক দুই অভিযানে ৪১২ বোতল ফেনসিডিল জব্দ করেছে বিজিবি। আজ মঙ্গলবার দুপুর ৩ টা থেকে পৃথক দুটি অভিযানে এসব জব্দ করা হয়। তবে এ অভিযানে কাউকে আটক করা যায় নি।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ মীরগঞ্জ সীমান্ত ফাঁড়ির একটি নিয়মিত টহলদল কমান্ডার হাবিলদার আব্দুল হাদি তার সঙ্গীয় ফোর্স নিয়ে রাজশাহীর বাঘা থানার হরিরামপুর এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৩০০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করে যার আনুমানিক সিজার মূল্য ১ লাখ ২০ হাজার, ৩০ টাকা।
এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি টহল দল।
এদিকে বিকেল সাড়ে ৫ টার দিকে চর মাজারদিয়া পোষ্টের একটি নিয়মিত টহলদল কমান্ডার নায়েক আমিনুল ইসলামের নেতৃত্বে নগরীর রাজপাড়া থানাধীন চর মাজারদিয়া পশ্চিম পাড়া নামক এলাকায় টহল পরিচালনা করে। এ সময় সেখান থেকে ১১২ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করে যার আনুমানিক সিজার মূল্য ৪৪ হাজার ৮৩০টাকা|
এ ঘটনার সাথে জড়িত ২ জনকে সনাক্ত করতে পেরেছে টহলদল।তারা হলেন চর মাজারদিয়া এলকারা কাশেমের ছেলে পাঞ্জাতন (৪৫) এবং একই এলাকার পল্টু মিয়ার ছেলে মিশাত (৩০)।
এ ব্যাপারে নগরীর রাজপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে যার মামলা নম্বর ১৩/১৬ তারিখ ০৬ সেপ্টেম্বর ২০১৬।
স/শ