রবিবার , ৭ মার্চ ২০২১ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহীতে ১৪ মাসে ২১৯ জন নারী নির্যাতনের শিকার

নিউজ ডেস্ক
মার্চ ৭, ২০২১ ৬:৩২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: ২০২০ থেকে ২০২১ ফেব্রুয়ারি পর্যন্ত (১৪ মাস) রাজশাহীতে ২১৯ জন নারী নির্যাতনের শিকার হয়েছেন। রোববার (৭ মার্চ) উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এ তথ্য প্রকাশ করে।

লফস বলছে, এর মধ্যে ২৪ জন নারীকে হত্যা করা হয়েছে। আত্মহত্যা করেছে ৪৯ নারী, ৯জন নারী আত্মহত্যা চেষ্টার ঘটনা ঘটিয়েছেন, ধর্ষণের পরে আত্মহত্যা করেছেন ২ জন নারী, ধর্ষণের শিকার হয়েছেন ৩৫ জন নারী। এছাড়া ধর্ষণ চেষ্টার শিকার হয়েছেন আরও ৬ জন নারী। যৌন নির্যাতনের শিকার হয়েছেন ১৩ নারী, বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন ৫৯ নারী, ভিকটিম অফ পর্নোগ্রাফির শিকার হয়েছেন ৭ নারী, ৮ জন নারী নিখোঁজ হয়েছেন। অপহরণের শিকার হয়েছেন ৪জন নারী, ভিকটিম অব এসিড ভায়োলেন্স হয়েছেন ৩ নারী।

লফসের নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন বলেন, ‘মানুষের নৈতিক মূল্যবোধের অভাব ও সামাজিক অবক্ষয়ের কারনে নারী নির্যাতনের ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে। স্কুল, কলেজ এমনকি নিজ বাসায় নিরাপদ নয় শিশু কিশোরীরা। বর্তমানে মায়ের কোলে শিশু যখন নিরাপদ নয় তখন রাষ্ট্রকে এ বিষয়ে গভীর ভাবে ভাবতে হবে।’

স/জে

সর্বশেষ - রাজশাহীর খবর