সোমবার , ১২ নভেম্বর ২০১৮ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহীতে হিজড়াদের দাপট যেন হার মানালো সন্ত্রাসীকেউ

Paris
নভেম্বর ১২, ২০১৮ ১১:৪৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগরীর টিকাপাড়া মীরেরচকের স্থায়ী বাসিন্দা ব্যবসায়ী আলহাজ্জ্ব মো: আবুল হোসেন সাহেবের মেয়ের কয়েকদিন পূর্বে বাচ্চা হয়। এই খবর পেয়ে এক দল  হিজড়া এসে অনেক ঝামেলা করে কিছু টাকা নিয়ে গেছে। আর একটা ভিজিটিং কার্ড হাতে দিয়ে বলে, আর কেউ আসলে এটা দেখালেই চলে যাবে ৷

তারপর রবিবার আবারো একদল হিজড়া বাসায় এসে উপস্থিত হয়। এসময় ঐ কার্ড দেখানো হলে বলে ” খালিহাতে যাবো না, সোয়া কেজি চাল, ২ টা আপেল আর একশ টাকা দিলেই আমরা চলে যাবো “৷

বাসায় তখন পুরুষ মানুষ না থাকায়, শর্তমত ঐ গুলি গ্রীলের ভেতর থেকে দিলে… হিজড়ারা বলে ” এভাবে না দরজা খুলে ভালো ভাবে দাও, নিয়ে আমরা চলে যাবো।

দরজা খুলতেই তারা রুদ্রমূর্তি ধারণ করে বেশ বড় অঙ্কের চাঁদা দাবী করে বাসার সবার সঙ্গেই অশ্লিল আচরন শুরু করে … একরকম ডাকাতি করার অবস্থা সৃষ্টি করে। এ সময় আবুল মামা বাসায় উপস্থিত হয়ে ওদের প্রতিরোধের চেষ্টা করলে হিজড়ারা তাঁর ওপরও চড়াও হয়।

একপর্যায়ে তাঁকে সজোরে ধাক্কা দিলে মারাত্মক আহত করে ওরা পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করলে, মাথা ও চোখের পাশেই সাতটা সেলাই, হাঁটুতে জখমের চিকিৎসা শেষে ডাক্তাররা আশঙ্কা দমুক্ত ঘোষণা করেন।
উল্লেখ্য কিছুদিন আগে তার ওপেন হার্ট সার্জারী করা হয়েছিলো।

এখনও পরিবারের আতঙ্ক কাটেনি। শোনা যাচ্ছে, কেউ নতুন বাড়ীর জন্য কাজ শুরু করলেও হিজড়ারা মোটা অঙ্কের চাঁদা আদায় করছে৷ অনেকে ভুক্তভুগী, অশ্লিল ও বিব্রতকর পরিস্থিতি অনিচ্ছা শর্তেও মেনে নেয় ৷

পুলিশ প্রশাসনও এদের থেকে গা ‘ বাঁচিয়ে চলে।
এখন নিজেরাই সজাগ থাকুন। অপরকে সজাগ করুন।

সর্বশেষ - রাজশাহীর খবর