শুক্রবার , ২ সেপ্টেম্বর ২০১৬ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহীতে মাদকদ্রব্য সহ আটক ৩, পালাতক ১

Paris
সেপ্টেম্বর ২, ২০১৬ ৮:৫০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর বাঘায় ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩ বোতল ফেনসিডিলসহ ৩ জন কে আটক করেছে বিজিবি এ ঘটনায় একজন পালাতক রয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় বাঘা থানাধীন মীরগঞ্জ বাজার এলাকায় টহল পরিচালনা করে তাদের আটক করা হয়।

 

  • আটককৃতরা হলেন, পাবনা জেলার রাধানাগর গ্রামের আব্দুল মতিনের ছেলে ফারুক জাকারিয়া (২১), শালগাড়ীয়া গ্রামের আশরাফুল রহমানের ছেলে জায়েদ রহমান (১৮) ও গোবিন্দা গ্রামের ওমর আলীর ছেলে কাউছার হোসেন (২৩)।

 

  • এঘটনায় রাজশাহীর চারঘাট থানাধীন রাওথা দত্তপাড়া গ্রামের ওয়াহেদ মন্ডলের ছেলে সবুজ মন্ডল (৩২) নামে একজন পালাতক রয়েছে বলে বিজিবি জানায়।

বিজিবি জানায়, মীরগঞ্জ সীমান্ত ফাঁড়ীর একটি নিয়মিত টহলদল কমান্ডার নায়েব সুবেদার আবু সাঈদের সাথে ৩ জন গোয়েন্দা সূত্রে রাজশাহী জেলার বাঘা থানাধীন মীরগঞ্জ বাজার নামক এলাকায় টহল পরিচালনা করে। এসময় তাদের ৩ জনকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১লক্ষ ৮৩ হাজার ৩’শ ১০ টাকা। জব্দকরা হয় তাদের ব্যবহৃত ১ টি মটরসাইকেল এবং ০৩ টি মোবাইল ফোন।

 

এ ব্যাপারে বাঘা থানায় মামলা দায়ের করা হয়েছে যার মামলা নম্বর ০১/১৬ তারিখ ০২ সেপ্টেম্বর ২০১৬ বলেও জানায় বিজিবি।

স/অ

সর্বশেষ - রাজশাহীর খবর