শনিবার , ১৪ অক্টোবর ২০১৭ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহীতে পুলিশের অভিযানে আটক ৫৩, মাদকদ্রব্য উদ্ধার

Paris
অক্টোবর ১৪, ২০১৭ ২:৫৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে পুলিশের অভিযানে মোট ৫৩ জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে মাদক দ্রব্য। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আজ শনিবার রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলমের পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, রাজশাহী মহানগরীর ৪টি থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা ৮ জন, রাজপাড়া থানা ২৬ জন, মতিহার থানা ০৯ জন, শাহমখদুম থানা ৯ জন, ডিবি পুলিশ ১ জনকে আটক করে। যার মধ্যে ১৭ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৬ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও বলা হয়, বোয়ালিয়া মডেল থানা পুলিশ শামীম(৩৭)কে ১২ পিস ইয়াবাসহ, রাজু(৩৫) কে ১৪ পিস ইয়াবাসহ আটক করে।

রাজপাড়া থানা পুলিশ শামীম হোসেনকে ৪ গ্রাম হেরোইনসহ আটক করে।

মতিহার থানা পুলিশ রফিকুল ইসলাম(৩৫)কে ১১ পিস ইয়াবাসহ এবং বাবু(৩৪) কে ২০ পিস ইয়াবাসহ আটক করে।

ডিবি পুলিশ তৌকির হোসেন ওরফে রোমেন(২৪)কে ১০ পিস ইয়াবাসহ আটক করে। সোহেল রানা(২৫)কে ২ গ্রাম হেরোইনসহ আটক করে।

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানানো হয়।
স/শ

 

সর্বশেষ - রাজশাহীর খবর