নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়নে ব্র্যাক আইএসডি এর পরিসেবা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে রাজশাহীর রেলগেট বিন্দুর মোড় এলাকায় ব্র্যাক আইএসডি সেন্টারে এই কর্মশালার আয়োজন করা হয়।
এতে বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ নেন। কর্মশালায় ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির রাজশাহী ডিভিশনাল ম্যানেজার হাসিনা আক্তার ব্র্যাকের কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবার জন্য যখন যে প্রকল্প গ্রহণ করা প্রয়োজন হয়েছে ব্র্যাক তখন সেটা গ্রহণ করেছে।
একটা সময় মানুষের ঘরে ঘরে গিয়ে স্যালাইন তৈরী শেখানোটা জরুরী ছিলো, তারপর গ্রামে গ্রামে স্কুল করে প্রতিটি নাগরিককে শিক্ষিত করে তোলার লক্ষ্য ছিলো ব্র্যাকের। সেইসব লক্ষ্যগুলো পূরণ হয়েছে। এখন এই দেশকে এগিয়ে নিয়ে যবার জন্য প্রয়োজন দেশের যুব সমাজকে কাজের জন্য যোগ্য করে তোলা। প্রতিটি নাগরিকই যাতে দক্ষ হয়ে গড়ে ওঠে সেই লক্ষ নিয়েই ব্র্যাক আইএসডি সেন্টার কাজ করে যাচ্ছে।
রাজশাহীর বিন্দুর মোড়ের আইএসডি সেন্টারে দক্ষ প্রশিক্ষকদের মাধ্যমে কম্পিউটার প্রশিক্ষণ দেয়া হচ্ছে। অল্প খরচে বিভিন্ন কোর্স এর মাধ্যমে এই প্রশিক্ষণ দেয়ার লক্ষ্য হচ্ছে নাগরিকরা যাতে প্রযুক্তিগত ক্ষেত্রে দক্ষ হয়ে ওঠে এবং নিজেদের কর্মক্ষেত্র নিশ্চিত করতে পারে।
সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠির জন্য এই সেন্টারে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। কর্মশালায় আইএসডি সেন্টারের বিভিন্ন দিক তুলে ধরেন সেন্টার কোর্ডিনেটর ওসমান গনি ও সেন্টার লিড আশিকুল ইসলাম।