মঙ্গলবার , ২২ ডিসেম্বর ২০২০ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহীতে করোনা আক্রান্ত রোগী সংখ্যা ৫৭৫২ জন

Paris
ডিসেম্বর ২২, ২০২০ ১২:১৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :রাজশাহী অঞ্চলে আগের তুলনায় কিছুটা বেড়েছে  করোনা আক্রান্ত রোগীর সংখ্যা  । মঙ্গলবার সকাল পর্যন্ত জেলায় পাঁচ হাজারের  বেশি রয়েছে করোনা রোগীর সংখ্যা। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৭৫২ জন। এর মধ্যে শুধু নগরীতেই আক্রান্ত হলো চার হাজার ৩০৫  জন। এদের মধ্যে মারা গেছেন ৫৪ জন। যার মধ্যে নগরীর ৩৩ জন। নগরীতে এবং জেলায় এখন প্রতিদিনই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে।

এদিকে জেলা সিভিল সার্জন অফিস থেকে রাজশাহী নগরীসহ জেলার ৯টি উপজেলার করোনা আক্রান্তের যে চিত্র ফুটে উঠেছে, তা সিল্কসিটি নিউজের পাঠকেদের জন্য তুলে ধরা হলো–

রাজশাহী সিটিকর্পোরেশন এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনের সংখ্যা ৮৬৯ জন, হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্রের সংখ্যা ৮৬৯ জন। এখন পর্যন্ত করোনা পজিটিভ  ৪৩০৫জন। হোম আইসোলেশন ৩১৬জন । মারা গেছেন ৩৩জন।  সুস্থ  ৩৯৫৬ জন। 

 বাঘায় :এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনের সংখ্যা ৩১২ জন, হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্রের সংখ্যা ৩১২ জন, বর্তমানে কোয়ারেন্টাইন শূন্য করোনা পজিটিভ ১৭৯ জন, আইসোলেশন ৮ এবং মৃত্যুর সংখ্যা ২ জন। সুস্থ ১৬৯ জন।

 চারঘাটে:  এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনের সংখ্যা ১১৮ জন, হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্রের সংখ্যা  ১১৮ জন এবং বর্তমানে কোয়ারেন্টাইন শূন্য। এ উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৭৬। আইসোলেশনে১৯ জন। মৃত ৩ এবং সুস্থ ১৫৪ জন।

পুঠিয়ায় :এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনের সংখ্যা ১৭৯, ছাড়পত্রের সংখ্যা ১৭৯ জন, করোনা পজিটিভ ১৫০ জন, সুস্থ্য ১৪৪ জন  আইসোলেশনেজন।মারা গেছেন একজন

দুর্গাপুর: এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনের সংখ্যা ৯২, ছাড়পত্রের সংখ্যা ৯২ জন, করোনা পজিটিভি ৮৬ জন এবং আইসোলেশনে নাই , সুস্থ ৮৫ জন।মারা গেছেন একজন

বাগমারায় :এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনের সংখ্যা ৯৬ জন, ছাড়পত্রের সংখ্যা ৯৬ জন, করোনা পজিটিভ ১২২ জন, আইসোলেশনে ৬  জন এবং সুস্থ হয়েছেন ১১৬ জন।

মোহনপুরে :এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনের সংখ্যা ৯৭ জন, ছাড়পত্রের সংখ্যা ৯৭ জন, করোনা আক্রান্ত ১৪০ জন, আইসোলেশন ৩ জন এবং সুস্থ ১৩৬ জন, মারা গেছেন একজন ।

তানোরে :এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনের সংখ্যা ১৮৮ জন, ছাড়পত্রের সংখ্যা ১৮৮ জন, করোনা আক্রান্ত ১১৯ জন এবং আইসোলেশনে নাই । সুস্থ ১১৮জন।মারা গেছেন একজন

পবায়: এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনের সংখ্যা ৪০৬ জন, ছাড়পত্রের সংখ্যা ৪০৬ জন, আক্রান্ত ৩২৩ জন, আইসোলেশনে ১৭ জন, সুস্থ ২৯৭ জন। মারা গেছেন ৯ জন।

গোদাগাড়ীতে :এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনের সংখ্যা ৬২ জন, ছাড়পত্রের সংখ্যা ৬২ জন, আক্রান্ত ১৫২ জন, আইসোলেশনে ১২ জন। সুস্থ হয়েছেন ১৩৭  জন এবং মারা গেছেন ৩ জন।

স/আ.মি

সর্বশেষ - রাজশাহীর খবর