সোমবার , ৪ জুলাই ২০১৬ | ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহীতে এক মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৪০

Paris
জুলাই ৪, ২০১৬ ২:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী অঞ্চলের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় গত জুন মাসে ৪০ জনের প্রাণহানীর ঘটনা ঘটেছে। আর গত ছয় মাসে ১৩৩ জনের মৃত্যু হয়েছে।

 

এসব দুর্ঘটনায় আরো অন্তন্ত দুইশ জনের বেশি আহত হয়েছেন।

 

রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালের তথ্য কেন্দ্রের ইনচার্জ নাজিম উদ্দিন সিল্কসিটিনিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তার দেওয়া তথ্যমতে, এ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত রাজশাহীর বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১৩৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জানুয়ারি মাসে ২৩ জন, ফেব্রুয়ারি মাসে ২৫ জন, মার্চ মাসে ২৫ জন, এপ্রিল মাসে ২০ জন ও জুন মাসে ৪০ জনের মৃত্যু হয়েছে।

 

সাধারণত কোথাও দুর্ঘটনা ঘটলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন দুর্ঘটনার শিকার লোকজন।

 

গত মাসের ২৪ জুন শুক্রবার নগরীর চৌদ্দপাই এলাকায় বালি ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে একজন নিহত ও ৫ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আড়াই বছরের শিশু সায়ানের মৃত্যু হয়।

 

এ ঘটনায় সায়ানের বাবা মা আত্মীয়-স্বজনসহ আহত হন ৫ জন। তারা নগরীর উপকণ্ঠ কাপাশিয়া এলাকার বাসিন্দা।

 

তার কয়েকদিন আগে একই এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মোহনগঞ্জ কলেজের এক শিক্ষক নিহত হন।

 

এ বিষয়ে যোগাযোগ করা হলে রাজশাহী ট্রাফিক কমিশনার মিজানুর রহমান সিল্কসিটিনিউজকে বলেন, নগরীর বাইরেই সাধারণ বেশি দুর্ঘটনাগুলো ঘটছে। এগুলো ঘটছে দ্রুতি গতির যানবাহণের কারণে। এতে হতাহতের সংখ্যা বাড়ছে।’

 

তিনি বলেন, ‘নগরীর মধ্যে শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী কলেজের বাসগুলোই বেশি চলাচল করে। আর মহাসড়কগুলোতে হঠাৎ করে ছোট যানবাহনগুলো রাস্তায় ওঠে যায়। ফলে মহাসড়কে চলা যানবাহনটি অনেক সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়। আবার যানবাহনে অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণেও দুর্ঘটনা ঘটে।’

স/আর

সর্বশেষ - রাজশাহীর খবর