বৃহস্পতিবার , ৭ জুলাই ২০১৬ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহীতে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

Paris
জুলাই ৭, ২০১৬ ১১:২৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী হযরত শাহমখদুম রুপোষ রহ: কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে নামাজ শুরু হয়।

 

নামাজে  ইমামতি করেন, হযরত শাহ্ মখদুম (রহ.) জামিয়া ইসলামীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি শাহাদাত আলী , ঈদের জামাতে তার সহকারী ইমাম হিসেবে ছিলেন হাফেজ মাওলানা মুফতি ইয়াকুব আলী।

2

এসময় রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন, রাজশাহী সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা, বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগর সভাপতি মিজানুর রহমান মিনু এবং সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।

 

এসময় দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্টিত হয়। বাংলাদেশসহ পৃথিবীর সকল দেশের মুসলমানদের নিরাপত্তা ও শান্তি কামনা করা হয় মোনাজাতে।

 

জামাত শেষে সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা বলেন, আমি মনে করি বাংলাদেশ জঙ্গিবাদের পথে যাবে না।কারণ বাংলাদেশের মানুষ জঙ্গিবাদী না।যারা জঙ্গি তৎপরতা চালিয়েছে তাদের সম্পর্ক বিদেশের সাথে।বিদেশীদের হত্যা করার কোন কারণ নাই। এই বিদেশীরা এসেছে বাংলাদেশের সহযোগীতা করতে।বাংলাদেশের উন্নয়ন যাতে থেমে যায় তারই ষড়যন্ত্র হিসেবে তারা ইসলামের নামে বিদেশীদের হত্যা করেছে।

3

তিনি বলেন, দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার দরকার।কিন্ত ঙ্গির সাথে যাদের সম্পর্ক আছে তাদেরকেউ ত্যাগ করা দরকার।

 

মিজানুর রহমান মিনু বলেন, এবারের ঈদুল ফিতর বাংলাদেশের মুসলমানদের জন্য আনন্দের নয়।গত ২রা জুলাইয়ের দূর্ভাগ্যজনক এবং বিশ্বব্যাপী নিন্দনীয় ঘটনায় বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। সে কারণে আমরা শোকাহত। এদেশে এখন ৯৯ ভাগ মানুষ গরিব একভাগ লোক সচ্ছল তারা হলেন সরকার দলীয় সমর্থক।অনির্বাচিত এ জঙ্গিবাদ সরকার জনগনের উপর নির্যাতন করার ফলে মানুষের পুরো পরিবারের ঈদের আনন্দ এবং খুশি থেকে বঞ্চিত হচ্ছে।

বর্তমান অনির্বাচিত সরকারের কারনে বর্তমানে ঐক্য হচ্ছে না।যার ফলে দেশকে তারা চরম বিপজ্জনক পরিস্থিতির মুখে ঠেলে দিচ্ছে।

সবশেষে দেশের মঙ্গলের স্বার্থে সকলকে এগিয়ে আসার আহবান জানান তারা।

স/শ

সর্বশেষ - রাজশাহীর খবর