নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের আদিবাসীদের অধিকার আদায়ে লড়াই সংগ্রামের সংগঠক, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রয়াত সভাপতি রবীন্দ্রনাথ সরেনের স্মরণে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ নভেম্বর) বেলা ১২ টায় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের হলরুমে জাতীয় আদিবাসী পরিষদ, কেন্দ্রীয় কমিটির আয়োজনে এ কর্মসূচী করা হয়।
সভার শুরুতে প্রয়াত রবীন্দ্রনাথ সরেনের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়। এসময় প্রয়াত রবীন্দ্রনাথ সরেনের সংগ্রামী জীবনী তুলে ধরে বক্তারা বলেন, দেশ ও দেশের বাইরে আদিবাসীদের অধিকার আদায়ে সবসময় সোচ্চার ও একজন সৈনিক ছিলেন তিনি। আদিবাসীদের অধিকার নিশ্চিত করতে প্রতিনিয়ত সংগ্রাম করে গেছেন। তার অবদান সমগ্র আদিবাসী জাতি মনে রাখবে এবং তাকে অনুসরণ করেই আদিবাসীদের সমানভাবে মূল্যায়ন করার যে লড়াই সেটি অব্যহত থাকবে।
তারা বলেন, রবীন্দ্রনাথ সরেন একজন সৎ ও সাহসী নেতা ছিলেন। অসুস্থ হওয়া সত্ত্বেও আদিবাসীদের অধিকারের জন্য তার যে প্রাণবন্ত অবদান সেটি আদিবাসী জাতির কাছে উল্লেখযোগ্য হয়ে থাকবে।
জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহানের সভাপতিত্বে স্মরনসভায় উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক বিমল খালকো, সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, সহ-সাংগঠনিক সম্পাদক রঘুনাথ এক্কা, জাতীয় আদিবাসী পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলার সাধারণ সম্পাদক টুনু পাহান, প্রবীণ সাংবাদিক মোস্তাফিজুর আলম, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খানসহ অন্যান্যরা।