বৃহস্পতিবার , ১ মার্চ ২০১৮ | ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহী প্রেসক্লাবে ভাষাসৈনিক সাইদ উদ্দিন আহমেদ স্মরণে সভা

Paris
মার্চ ১, ২০১৮ ৯:২৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য ভাষাসৈনিক সাইদ উদ্দিন আহমেদের ৪র্থ মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করেছে রাজশাহী প্রেসক্লাব। বিস্তারিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এরআগে বাদ আসর মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

রাজশাহী প্রেসক্লাব সভাপতি (ভারপ্রাপ্ত) গোলাম সারওয়ারের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট কথাসাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক, রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য প্রশান্ত কুমার সাহা, সেক্টর কমান্ডার ফোরাম মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট লায়েব উদ্দিন লাবলু, ভাষাসৈনিক সাইদ উদ্দিন আহমেদের সন্তান রবি উদ্দিন আহমেদ শাহীন, রাজশাহী সিটি প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ জুলফিকার, শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল আওয়াল আনসারী, জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি মর্জিনা পারভিন, রাজশাহী প্রেসক্লাব সহ-সভাপতি আবু সালেহ মো ফাত্তাহ ও যুগ্ম-সম্পাদক আসলাম-উদ-দৌলা, রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক রাশেদ রিপন, মহানগর মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মালিহা জামান মালা, রাজশাহী বারের যুগ্ম-সম্পাদক এ্যাডভোকেট সিরাজী শওকত সালেকিন এলেন, সাংবাদিক কাজী রকিবউদ্দিন, মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, লেখক মনোরঞ্জন নন্দী, সমাজ উন্নয়ন কর্মী ইকবাল হাসান টাইগার প্রমুখ।

চট্টগাম থেকে মোবাইলফোনে বক্তব্য রাখেন শহীদ সেলিম মঞ্চ রাজশাহী সভাপতি প্রকৌশলী শামসুল আলম।

স/শ

সর্বশেষ - রাজশাহীর খবর