নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী জেলা পরিষদে মাসিক উন্নয়ন ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা পরিষদের চেয়ারম্যানের দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার। সভা পরিচালনা করেন পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব। সভার শুরুতেই তিনি বিগত সভার সিদ্ধান্ত সমূহের অগ্রগতি তুলে ধরেন। পরে এ আলোচ্যসূচি অনুযায়ী সভায় নানা বিষয়ে আলোচনা হয়।
এর মধ্যে আগামী ২১ অক্টোবর জেলা পরিষদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে স্থানীয় সরকার মন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে বিভিন্ন কমিটি গঠন করা হয়। নতুন ভবনের দরপত্র আহ্বান, বর্তমান ভবনের কিছু সংস্কার এবং ফেরিঘাট ইজারার টাকা আদায়ের বিষয়েও সভায় বিস্তারিত আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার বলেন, বর্তমান পরিষদ দায়িত্ব গ্রহণের পর জেলার সাধারণ মানুষ জেলা পরিষদের কার্যক্রম সম্পর্কে পুরোপুরি অবহিত হয়েছে। তারা বিভিন্ন সেবা পেতে জেলা পরিষদে আসছেন। এই পরিষদ নতুন ভবন নির্মাণ করে পরিষদের গতিশীলতা প্রমাণ করবে।
সভায় জেলা পরিষদের সদস্য আবদুস সালাম, আসাদুজ্জামান মাসুদ, আবুল ফজল, মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, মোফাজ্জল হোসেন, গোলাম মোস্তফা, শফিকুল ইসলাম, সংরক্ষিত নারী ওয়ার্ডের সদস্য কৃষ্ণা দেবী, শিউলী রানী সাহা, রাবিয়া খাতুন সীমা, জয়জয়ন্তী সরকার মালতি প্রমুখ উপস্থিত ছিলেন।
স/অ