শুক্রবার , ৬ সেপ্টেম্বর ২০১৯ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজধানীর পল্লবীতে রাতভর পোস্টার লাগালেন রিজভী

Paris
সেপ্টেম্বর ৬, ২০১৯ ৭:২৬ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে রাজধানীর পল্লবী এলাকায় পোস্টার লাগিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার রাতভর তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পল্লবী এলাকার সড়কের দু’পাশে পোস্টার লাগান। তবে পোস্টার লাগাতে গিয়ে সরকারদলীয় সমর্থকদের বাঁধা সম্মুখীন হন অভিযোগ করে বিএনপির এই নেতা জানিয়েছেন, তার সঙ্গে থাকা নেতাকর্মীদের মারধরের পর কালাম, নাদিম ও ইদ্রীস নামে তিনজনকে পুলিশে দেওয়া হয়েছে।

সাংবাদিকদের রিজভী বলেন, খালেদা জিয়াকে অন্যায়ভাবে, মিথ্যা মামলা দিয়ে, জোর করে কারাগারে আটকে রাখা হয়েছে। তার মুক্তি দাবিতে মিছিল, মিটিং, সভা-সমাবেশ করা রাজনৈতিক অধিকার। সেখানেও সরকার এবং তাদের পুলিশ বাহিনী বাঁধা দিচ্ছে। খালেদা জিয়ার মুক্তি দাবিতে পোস্টার লাগাবো– সেখানেও বাঁধা দেওয়া হচ্ছে। নেতাকর্মীদের আটক করা হচ্ছে, হামলা করা হচ্ছে।

তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, হামলা, মামলা, গ্রেফতার করে বিএনপি ও এদেশের জনগণকে ভয় দেখানো যাবে না। সময় ফুরিয়ে এসেছে, বাঁচতে চাইলে অতিদ্রুত খালেদা জিয়াকে মুক্ত করে দিন, অন্যথায় পালানোর পথ পাবেন না।

রিজভী এ সময় অবিলম্বে খালেদা জিয়াসহ সব রাজনৈতিক কারাবন্দি এবং আটক নেতাকর্মীদের মুক্তি দাবি করেন।

সর্বশেষ - রাজনীতি