বুধবার , ২৯ এপ্রিল ২০২০ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রংপুরে পরীক্ষার আগেই করোনায় মারা গেলেন দুইজন, বিভাগে আক্রান্ত ১১৪

Paris
এপ্রিল ২৯, ২০২০ ১২:২৪ অপরাহ্ণ

রংপুর বিভাগে করোনা আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ওই দুই ব্যক্তির নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের একজনের বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায়, অন্যজন গাইবান্ধার  গোবিন্দগঞ্জের।

হাসপাতাল সূত্রে জানা যায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার এক কিশোরের মৃত্যুর পর করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। ওই কিশোরের মা গার্মেন্টস শ্রমিক ও বাবা দিনমজুর। তারা দু’জনই ঢাকার সাভারে কাজ করতেন। সেখান থেকে গত ২০ এপ্রিল বাড়ি আসেন তারা। এর পর তাদের ছেলে অসুস্থ হয়ে পড়লে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই কিশোর।

সোমবার রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ১৫ নম্বর ওয়ার্ডের সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা এলাকার ৬২ বছর বয়সের এক ব্যক্তি মারা যান। ২৫ এপ্রিল পেটে ব্যথা নিয়ে পরিবারের লোকজন তাকে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৬ এপ্রিল ওই ব্যাক্তির মৃত্যু ঘটে। মৃত্যুর পর রংপুর মেডিক্যাল কর্তৃপক্ষ তার নমুনা সংগ্রহ করে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করে। ২৭ এপ্রিল পারিবরিক কবরস্থানে তাকে করা হয়। ২৮ এপ্রিল মঙ্গলবার মৃত  সেই ব্যাক্তির শরীরের নমুনায় করোনা পজেটিভ আসে।

এর আগে গত শুক্রবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার এক কিশোরের মৃত্যুর পর তারও নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছিল। করোনা শনাক্তকরণ পরীক্ষাগারে ওই দুই ব্যক্তির নমুনাতে করোনা সংক্রমণ পজেটিভ এসেছে।

নীলফামারীর সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন জানান, কিশোরগঞ্জের মারা যাওয়া ওই বৃদ্ধের করোনা পরীক্ষার ফলাফল আসার আগেই দাফন সম্পন্ন করা হয়েছে। ফলে তার বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন এবং পরিবারের সব সদস্যকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ফরিদুল ইসলাম চৌধুরী জানান, হাসপাতালে দু’জনের মৃত্যুর পর চিকিৎসকদের সন্দেহ হলে তাদের নমুনা সংগ্রহ করে পিপিআর ল্যাবে দেওয়া হয়। সেখানে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মৃত ব্যক্তির করোনা পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছে। এর আগে সোমবার গাইবান্ধার  গোবিন্দগঞ্জের মারা যাওয়া কিশোরের করোনা সংক্রমণের বিষয়টিও নিশ্চিত করে পিসিআর ল্যাব কর্তৃপক্ষ।

পরিচালক আরও জানান, জীবিত অবস্থায় গোবিন্দগঞ্জের ওই কিশোরের সংস্পর্শে আসা লোকজনকে শনাক্ত করে তাদেরকে বাড়িতে সঙ্গরোধে রাখা হয়েছে। এছাড়া কিশোরগঞ্জের রোগীকে চিকিৎসা সেবা দেওয়া তিন চিকিৎসক, চারজন নার্স ও একজন স্বাস্থ্যকর্মীকে সঙ্গরোধে রাখা হবে। প্রয়োজনে তাদের নমুনা পরীক্ষা করা হবে।

উল্লেখ্য রংপুর বিভাগের আট জেলায় গতকাল মঙ্গলবার পর্যন্ত করোনয়া আক্রান্ত হয়েছেন মোট ১১৪ জন। এর মধ্যে রংপুরে ৩০, গাইবান্ধায় ১৭, দিনাজপুরে ১৯, নীলফামারীতে ১২, ঠাকুরগাঁওয়ে ১৭, কুড়িগ্রামে ১০, লালমনিরহাটে তিন এবং পঞ্চগড় জেলার ছয়জন রয়েছেন।

 

সুত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - সব খবর