বুধবার , ৩০ অক্টোবর ২০১৯ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

যে ৩৬ ম্যাচে খেলতে পারবেন না সাকিব

Paris
অক্টোবর ৩০, ২০১৯ ৮:৩৯ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

একাধিকবার ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) না জানানোর কারণে এক বছর নিষিদ্ধ হলেন সাকিব আল হাসান।

১২ মাস পেশাদার ক্রিকেট থেকে বাইরে থাকার কারণে জাতীয় দলের হয়ে ৩৬ ম্যাচে অংশ নিতে পারবেন না সাকিব।

নভেম্বরে ভারতের বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি আর দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলা হচ্ছে না সাকিবের। তার পরিবর্তে ভারত সফরে টেস্টে মুমিনুল হক সৌরভ আর টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ রিয়াদ।

আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে পাকিস্তানের সঙ্গে দুই টেস্ট আর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে টাইগারদের। পাকিস্তানের বিপক্ষেও খেলা হবে না সাকিবের।

২০২০ সালের মার্চে জিম্বাবুয়ে সফরে সাকিবকে ছাড়াই এক টেস্ট আর ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে হবে মুশফিকদের।

মে-জুন মাসে আয়ারল্যান্ড সফরে একটি টেস্ট আর তিনটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি ম্যাচে খেলা হবে না সাকিবের। এরপর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টে খেলা হবে না বিশ্বসেরা এ অলরাউন্ডারের।

২০২০ সালের জুলাই মাসে শ্রীলংকা সফরে ৩ ম্যাচের টেস্ট সিরিজেও সাকিবকে পাওয়া যাবে না।

আগামী বছরের আগস্টে ঘরের মাঠে নিউজল্যান্ডের বিপক্ষে সাকিবকে ছাড়াই দুই ম্যাচের টেস্ট খেলতে হবে মাহমুদউল্লাহদের।

অক্টোবরে নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পাশাপাশি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হবে না সাকিবের।

সর্বশেষ - খেলা