বৃহস্পতিবার , ১ আগস্ট ২০২৪ | ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

যে কোনো সময় জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন

Paris
আগস্ট ১, ২০২৪ ১১:৫৯ পূর্বাহ্ণ

 

সিল্কসিটি নিউজ ডেস্ক:

বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী এবং এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করার প্রক্রিয়া চলছে। প্রক্রিয়া শেষ হলে যে কোনো সময় দলটিকে নিষিদ্ধ ঘোষণা করা হবে। গতকাল বুধবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এ কথা জানান।

জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে বুধবার সরকারি প্রজ্ঞাপন জারি করা হবে বলে গত মঙ্গলবার জানিয়েছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, নিয়ম অনুযায়ী জামায়াত ও ছাত্রশিবিরকে নিষিদ্ধ করার প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। আইন মন্ত্রণালয় আইনগত মতামত দেওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করবে। বুধবার এই প্রক্রিয়া শেষ করার চেষ্টা থাকবে।

২০১৩ সালের ১ আগস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ বলে ঘোষণা করেছিলেন হাইকোর্ট। বাংলাদেশের গণপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী নির্বাচন কমিশনে নিবন্ধন না থাকলে কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে পারে না। হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিলও খারিজ হয়ে যায় ২০২৩ সালের ১৯ নভেম্বর। এরপর থেকে নিবন্ধন হারানো জামায়াতে ইসলামী নির্বাচনে অংশগ্রহণ করতে না পারলেও রাজনৈতিক দল হিসেবে সক্রিয় ছিল।

সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় জামায়াত ও এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের জড়িত থাকার অভিযোগ ওঠে। এমন পরিপ্রেক্ষিতে গত সোমবার আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় সভায় জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে একমত হন জোটের শীর্ষ নেতারা।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘সরকার হয়তো নির্বাহী আদেশের মাধ্যমে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন আগামীকালের (বুধবার) মধ্যে একটা ব্যবস্থা নেওয়ার জন্য। কোন আইনি প্রক্রিয়ায় হবে, সেটা আমরা যখন সিদ্ধান্ত নেব, তখন বলব। যদি এই দলটাকে নিষিদ্ধ করা হয়, তা হলে দেশের আইনশৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হবে। যখন (কোনো দল) নিষিদ্ধ হয়, তখন নির্বাহী আদেশে হয়, বিচার বিভাগীয় আদেশে হয় না।’

একই দিন সন্ধ্যায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাত মন্ত্রী, চার সচিব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকেও জামায়াত-শিবিরকে নিষিদ্ধের বিষয়টি উঠে আসে।

কখন নাগাদ জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হবেÑ এমন প্রশ্নে গতকাল বুধবার আইনমন্ত্রী বলেন, ‘আপনারা তো দেখবেনই, একটু অপেক্ষা করেন। এটা (নিষিদ্ধ করে প্রজ্ঞাপন) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে হয়, আমার এখান (আইন মন্ত্রণালয়) থেকে হয় না।’

গতকাল সন্ধ্যায় সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাস দমন আইনের ১৮ অনুচ্ছেদ অনুযায়ী জামায়াতকে নিষিদ্ধ করা হচ্ছে। এটি এখনো প্রক্রিয়াধীন। যে কোনো মুহূর্তে সিদ্ধান্ত জানানো হবে। প্রজ্ঞাপন জারি হবে যে কোনো মুহূর্তে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমি এখনো ফাইল পাইনি। আমরা অপেক্ষা করছি। আমরা সকালে একটা মিটিং করেছি। দুপুরে একটা মিটিং করেছি। আমাদের মিটিং ছিল ১৫ আগস্ট জাতির পিতার ৪৯তম শাহাদাতবার্ষিকী পালন নিয়ে। প্রধানমন্ত্রীর সঙ্গেও জামায়াতকে নিষিদ্ধসহ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’

আজকের (গতকাল) মধ্যে জামায়াত-শিবির নিষিদ্ধ হবে কিনাÑ এমন প্রশ্নে তিনি বলেন, ‘অনেক কিছু হতে পারে, তবে এখনো আমি বলব এটা প্রক্রিয়াধীন। সন্ত্রাস দমন আইনের ১৮ অনুচ্ছেদে এমন একটি সুযোগ রয়েছে। কাজ চলছে, যে কোনো সময় সিদ্ধান্ত এলে আমরা ঘোষণা দেব।’

জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. জাহাংগীর আলম গতকাল রাত সাড়ে ১১টার দিকে আমাদের সময়কে জানান, প্রজ্ঞাপনের নথি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ওখানে একটি এসআরও নাম্বার দেওয়া হবে। আজকে (বুধবার) রাতে আর সুযোগ নেই, হয়তো আগামীকাল বে, যে কোনো সময় সিদ্ধান্ত এলে আমরা ঘোষণা দেব।’

 

 

সর্বশেষ - জাতীয়