শুক্রবার , ৯ আগস্ট ২০২৪ | ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

যে কারণে ইউএস ওপেনে খেলবেন না নাদাল

Paris
আগস্ট ৯, ২০২৪ ২:৩৫ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক :

চলমান প্যারিস অলিম্পিকে সুবিধা করতে পারেননি রাফায়েল নাদাল। এবার ইউএস ওপেন থেকেও নাম তুলে নিলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ কথা জানিয়েছেন তিনি। তবে একই সঙ্গে জানিয়েছেন, লেভার কাপে অংশ নেবেন।

নাদাল সামাজিক যোগাযোগ মাধ্যমে বললেন, ‘সবাইকে জানাতে চাই, এ বছরের ইউএস ওপেনে খেলতে পারব না। নিউ ইয়র্কে আমার প্রচুর স্মৃতি রয়েছে। আর্থার অ্যাশ স্টেডিয়ামে রাতের দিকে দুর্দান্ত পরিবেশে খেলা ম্যাচগুলো খুব মিস করব। তবে এবার ১০০ শতাংশ দিতে পারব না বলেই নাম তুলে নিয়েছি।’

চলতি বছর এ নিয়ে তৃতীয় গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট মিস করতে চলেছেন তিনি। এর আগে অস্ট্রেলিয়ান ওপেন এবং উইম্বলডনেও খেলেননি ২২ বারের গ্র্যান্ড স্লামজয়ী এই তারকা।

নাদাল তার গ্র্যান্ড স্লাম ক্যারিয়ারে সবচেয়ে বেশি ১৪টি ট্রফি জিতেছেন ফ্রেঞ্চ ওপেনে। দ্বিতীয় সর্বোচ্চ চার ট্রফি ইউএস ওপেনে, যার সর্বশেষটি ২০১৯ সালে।

সর্বশেষ - খেলা