শনিবার , ১৬ নভেম্বর ২০২৪ | ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

যুক্তরাষ্ট্রে ওড়ার আগে প্লেনে গুলি

Paris
নভেম্বর ১৬, ২০২৪ ৯:৫১ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

যুক্তরাষ্ট্রের ডালাস লাভ ফিল্ড বিমানবন্দর থেকে প্লেনটির ওড়ার প্রস্তুতি শেষ হয়ে গিয়েছিল। ঠিক সে সময় প্লেনটিকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ ওঠে।

আজ শনিবার বিমান সংস্থা সাউথওয়েস্ট এয়ারলাইন্স বিবৃতি দিয়ে জানিয়েছে, এই ঘটনায় কেউ হতাহত হননি। কে বা কারা গুলি ছুড়েছেন, তা খুঁজে দেখা হচ্ছে।

সাউথওয়েস্ট এয়ারলাইন্সের তরফে জানানো হয়েছে, শুক্রবার রাতে ২৪৯৪ বিমানটি ডালাস থেকে ইন্ডিয়ানাপোলিসের উদ্দেশে ওড়ার প্রস্তুতি নিচ্ছিল। সে সময় বোয়িং প্লেনের ডান দিকে ডেকের নিচে একটি বুলেট এসে লাগে। এই ঘটনায় কেউ হতাহত হননি। গুলি লাগার পরেই পুলিশকে খবর দেওয়া হয়। বিমান থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।
পুলিশ তদন্তে নেমেছে। রানওয়েতে দাঁড়িয়ে থাকা বিমান লক্ষ্য করে কোথা থেকে গুলি ছুটে এল, তা খতিয়ে দেখা হচ্ছে। ওই চত্বরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, উড়োজাহাজটি ছিল সাউথওয়েস্ট এয়ারলাইনসের। উড্ডয়নের আগে উড়োজাহাজটি ধীরে ধীরে যখন চলছিল তখন সামনের দিকে থেকে গুলি করা হয়। তাৎক্ষণিকভাবে বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজটি ফটকে ফিরিয়ে আনা হয়। পরে যাত্রীদের নিরাপদে নামানো হয়।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - আন্তর্জাতিক