মঙ্গলবার , ২৫ আগস্ট ২০২০ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

যুক্তরাষ্ট্রকে আলোচনার পথ বাতলে দিলেন রুহানি

Paris
আগস্ট ২৫, ২০২০ ৯:১২ অপরাহ্ণ

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের বেশিরভাগ চাপের নীতি শতভাগ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। এ ছাড়া যুক্তরাষ্ট্র যদি ইরানের সঙ্গে আলোচনা করতে চায়, তাহলে তাদের ২০১৫ সালের পরমাণু চুক্তিতে ফিরে যেতে হবে বলেও তিনি জানিয়েছেন। খবর- নিউ ইয়র্ক টাইমসের।

মঙ্গলবার টেলিভিশনের প্রচারিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ছয় বিশ্বশক্তির সঙ্গে পরমাণু চুক্তির বিষয়ে রুহানি বলেন, যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে কোনা সমঝোতা করতে চায় তাহলে ২০১৫ সালের তেহরানের পরমাণু চুক্তিতে ফিরে যেতে হবে। দুই বছর আগে এ চুক্তি থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তবে চুক্তিতে স্বাক্ষর করা অন্য দেশগুলো ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনা করে জানায়, ইরানের সঙ্গে চুক্তিতে তারা অটল থাকবে।

২০১৫ সালে ইরানের পরমাণু কর্মসূচি কমিয়ে আনার জন্য বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর সঙ্গে একটি চুক্তি ছিল। এতে শর্ত ছিল তেহরান তার পরমাণু কর্মসূচি কমিয়ে আনার বিনিময়ে তার ওপর দেয়া অবরোধ ধীরে ধীরে তুলে নেয়া হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক