সিল্কসিটিনিউজ ডেস্ক:
ভারতের ঝাড়খণ্ডের দেওঘরে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমানে যান্ত্রিক গোলোযোগ দেখা দেয়। ঝাড়খণ্ডে দু’টি জনসভায় যোগ দিয়েছিলেন তিনি। সভা সেরে ফিরছিলেন দিল্লিতে। তখনই এই বিপত্তি ঘটে।
আগামী বুধবার ঝাড়খণ্ডে দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচন। তার আগে শুক্রবার আদিবাসী অধ্যুষিত রাজ্যটিতে দু’টি সভা করেন মোদি। তার পরেই দিল্লি ফিরে যাওয়ার কথা ছিল তার।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, প্রচার শেষে দেওঘর থেকে বিমানে দিল্লি ফিরে যাওয়ার কথা ছিল মোদির। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে বিমান ওড়েনি। কী কারণে যান্ত্রিক গোলযোগ, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রাথমিক ভাবে জানা গেছে, আপাতত দেওঘর বিমানবন্দরেই অপেক্ষা করছেন মোদি। বিমানবন্দরের নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে। একটি সূত্র মারফত জানা গিয়েছে, দিল্লি থেকে বিকল্প বিমান দেওঘরের উদ্দেশে রওনা দিয়েছে। সেই বিমানেই দিল্লি ফিরতে পারেন মোদি।
ভারতের ঝাড়খণ্ডের দেওঘরে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমানে যান্ত্রিক গোলোযোগ দেখা দেয়। ঝাড়খণ্ডে দু’টি জনসভায় যোগ দিয়েছিলেন তিনি। সভা সেরে ফিরছিলেন দিল্লিতে। তখনই এই বিপত্তি ঘটে।
আগামী বুধবার ঝাড়খণ্ডে দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচন। তার আগে শুক্রবার আদিবাসী অধ্যুষিত রাজ্যটিতে দু’টি সভা করেন মোদি। তার পরেই দিল্লি ফিরে যাওয়ার কথা ছিল তার।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, প্রচার শেষে দেওঘর থেকে বিমানে দিল্লি ফিরে যাওয়ার কথা ছিল মোদির। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে বিমান ওড়েনি। কী কারণে যান্ত্রিক গোলযোগ, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রাথমিক ভাবে জানা গেছে, আপাতত দেওঘর বিমানবন্দরেই অপেক্ষা করছেন মোদি। বিমানবন্দরের নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে। একটি সূত্র মারফত জানা গিয়েছে, দিল্লি থেকে বিকল্প বিমান দেওঘরের উদ্দেশে রওনা দিয়েছে। সেই বিমানেই দিল্লি ফিরতে পারেন মোদি।