রবিবার , ১৭ নভেম্বর ২০২৪ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মেসির ক্লাবকে সুযোগ করে দিতে নিয়ম ভাঙল ফিফা!

Paris
নভেম্বর ১৭, ২০২৪ ৯:০৫ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকা লিওনেল মেসি। আগামী বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ক্লাব বিশ্বকাপে তার ক্লাবকে আমন্ত্রণ জানিয়েছে ফিফা। আর এটা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক।

২০২৫ ক্লাব বিশ্বকাপে অংশ নেবে ৩২ দল। ক্লাব বিশ্বকাপে মূলত দেশগুলোর লিগ চ্যাম্পিয়নরা অংশ নেওয়ার সুযোগ পায়। কিন্তু লিগ চ্যাম্পিয়ন না হয়েও ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ পেয়ে গেল মেসির মায়ামি।

এবারের মেজর লিগ সকারে প্লে-অফ থেকে বাদ পড়েছে মিয়ামি। ফলে মেজর সকার লিগ কাপ জেতার সুযোগ আর তাদের নেই। কিন্তু গ্রুপপর্বে ৩৪ ম্যাচে রেকর্ড ৭৪ পয়েন্ট পেয়েছে তারা। মেজর লিগের ইতিহাসে তা সর্বাধিক। ফলে সাপোর্টার্স শিল্ড জিতেছে মিয়ামি। সে কারণে তাদের ক্লাব বিশ্বকাপে জায়গা দেওয়া হয়েছে বলে জানানো হচ্ছে ফিফার পক্ষ থেকে।

মায়ামির নাম ঘোষণা করতে গিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘২০২৪ সালের সাপোর্টার্স শিল্ডে দুর্দান্ত খেলায় মিয়ামি ক্লাব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। বিশ্বের অন্যতম সেরা ক্লাব মিয়ামি। তাই আয়োজক দেশের প্রতিনিধি হিসাবে ওদের নাম ঘোষণা করতে পেরে আমি গর্বিত।’

ফিফার এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে অনেকে বলছেন, শুধু মেসির নাম ব্যবহার করে ব্যবসা বাড়ানোর জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে ফিফা।

প্রসঙ্গত, আগামী বছর ১৫ জুন থেকে ১৩ জুলাই হবে ক্লাব বিশ্বকাপ।

সূত্র: যুগান্তর