বৃহস্পতিবার , ১৩ অক্টোবর ২০১৬ | ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মেসিকে ছাড়া বেহাল দশা আর্জেন্টিনার

Paris
অক্টোবর ১৩, ২০১৬ ৫:৪৪ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার ফাইনালে হারের পর আন্তর্জাতিক ফুটবলকেই বিদায় বলে দিয়েছিলেন লিওনেল মেসি। সে সিদ্ধান্তে যদি অটল থাকতেন, তাহলে কী অবস্থা দাঁড়াত আর্জেন্টিনার? উত্তরটা পাওয়া যাচ্ছে মেসির সাম্প্রতিক ইনজুরি সমস্যার কারণে। মেসিকে ছাড়া খেলতে নেমে একের পর এক হতাশ হতে হচ্ছে আর্জেন্টিনাকে। মেসিকে ছাড়া বিশ্বকাপ জয় তো দূরের কথা, বিশ্বকাপের চূড়ান্ত পর্বে অংশগ্রহণই পড়ে গেছে অনিশ্চয়তার মুখে।

লাতিন আমেরিকান বাছাইপর্বে এখন পর্যন্ত আর্জেন্টিনা খেলেছে ১০টি ম্যাচ। এর মধ্যে মেসি খেলেছেন মাত্র তিনটি ম্যাচে। তিনটিতেই জয় পেয়েছে আর্জেন্টিনা। অন্যদিকে, মেসিকে ছাড়া বাকি সাতটি ম্যাচে খেলতে নেমে আর্জেন্টিনা জিতেছে মাত্র একটিতে। হেরেছে দুটি ম্যাচে। ড্র করেছে চারটিতে। গত মঙ্গলবার বাছাইপর্বের সর্বশেষ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলে হেরে গেছে আর্জেন্টিনা। সেটিও আবার নিজেদেরই মাঠে।

মেসিকে ছাড়া বাছাইপর্বের বাধা পেরোনোও যে আর্জেন্টিনার জন্য অনেক কঠিন হয়ে যাবে, তা ভালোমতোই টের পাওয়া যাচ্ছে। লাতিন আমেরিকার ১০টি দলের মধ্যে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে প্রথম চারটি দল। পঞ্চম দলকে খেলতে হবে প্লে-অফ। এ মুহূর্তে ১০ ম্যাচ শেষে আর্জেন্টিনা আছে পঞ্চম স্থানে। ১০ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ১৬ পয়েন্ট। ১৪ ও ১৫ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনার ঘাড়ে নিশ্বাস ফেলছে চিলি ও প্যারাগুয়ে। শীর্ষে থাকা ব্রাজিলের সংগ্রহ ২১ পয়েন্ট। বাছাইপর্বের বাকি আটটি ম্যাচে একটু হোঁচট খেলেই বড়সড় অঘটনের মুখে পড়ে যাবে আর্জেন্টিনা।

আগামী নভেম্বরে আবার বাছাইপর্বের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হবে আকাশি-সাদাদের। ১০ নভেম্বর আর্জেন্টিনা মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের। আর পাঁচ দিন পরে আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া।

সুত্র: এনটিভি