রবিবার , ১০ জুলাই ২০১৬ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মূহুর্তেই ঈদের খুশি শোকে পরিণত

Paris
জুলাই ১০, ২০১৬ ৭:৪১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
সড়ক দুর্ঘটনা কেড়ে নিলো দু’টি পরিবারের ঈদের খুশি। যেন মূহুর্তের মধ্যেই ম্লান করে দিয়েছে তাদের ঈদের আনন্দ। ঈদে দিয়ে গেল হাসির বদলে কান্না।

শনিবার রাজশাহীতে দুটি পৃথক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। এতে নিহত হয় পবা উপজেলার হরিপুর এলাকার বাদশার আট বছরের ছেলে তুহিন ও পুঠিয়ার মাঝপুকুর এলাকায় কফিল উদ্দিনের ছেলে বিরাজ (৫৫)।

আহত অবস্থায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভার্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে ১০টায় বিরাজ ও রাত ১১টায় তুহিন মারা যায়।

 
নিহত শিশু তুহিনের স্বজনরা জানান, ঈদের পরে পরিবারের সঙ্গে নসিমনে করে বেড়াতে বের হয়েছিলো তুহিন। পথে নগরীর সিটিহাট এলাকায় পেছন থেকে ট্রাক ধাক্কা দিলে তুহিন গুরুতর আহত হয়। পরে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টায় তুহিন মারা যায়।

এদিকে, শনিবার নগরীর ফায়ার সার্ভিস মোড়ে বিজিবি গাড়ির ধাক্কায় বিরাজ নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করলে রাত সাড়ে ১০টায় চিকিৎসাধীন অবস্থায় বিরাজ মারা যায়।

ঈদের পরেই এমন ঘটনায় দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

স/শ

সর্বশেষ - রাজশাহীর খবর